শনিবার, ২৩ আগস্ট, ২০১৪

Thanbi mosjid er gombuj gayeb ar Hajir nobi

Thanbi Mosjid gombuj gayeb

আশরাফ আলী থানবী তার কিতাব (হেকায়াত এ আওউলিয়া ) পেজ নং ৩৮৩ তে লেখেন যে কাসেম নানুতাভি এর মুরিদ মোহাম্মদ ইয়াসিন দেওবন্দীর জিকির এর তারিফ করতে বলেন যে ইয়াসিন এমন ভাবে করুন সুরে জিকর করতেন যে পাশ দিয়ে যেই যেত সেই তার জিকর সুনে কাদত 
একদিন ইয়াসিন জিকর করতেই ছিল ৬ গম্বুজ মসজিদ এআর তার কলব আমার দিকে মতাঅযায্য ছিল তখন হটাথ দেখেল্ন যে মসজিদ এর দেয়াল পিলার সব আছে কিন্তু ছাদ নাই আর আসমান থেকে এক নূর দেখা যাছিল আর এক আসন এ নবী পাক তার সামনে এসে হাজির হল আর বলল যে তুমি 
তুমি একটু কাজেম সাহেব কে দেকে দাও তো আমাকে ৷

কাজেম হচ্ছে দেওবন্দ এর আর এক কাবিল মোহতারাম যে কিনা গান্গুহী এর সপ্নে বিয়ে করা স্ত্রী আর জীবিত থাকতে ছিলেন মেহবুবা এর কাজে নিয়োজিত কাসেম নানুতাভি এর মুরিদ ৷

এখন আমার কথা হছে যে যদি নবী পাক সাল্লেলাহু আলায়হেস সালাম ইয়াসিন এর সামনে তাসরিফ আনতে পারেন তো তিনি কেন কাজেম সাহেব কে খুজছেন ? তিনি যদি কাজেম সাহেব এর জন্য আসেন তো ইয়াসিন এর সামনে কেন ? কাজেম সাহেব কি আর এক দুনিয়া তে ছিল যে খানে আমার নবী তাসরিফ আনতে পারেন না ? 
এখন দেখেন আপনারা তারা নিজেদের ওলামা দের কে বড় বানাতে গিয়ে কত বড় বড় মিথ্যা নবী পাক এর নামে চালায় থাকেন ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন