শনিবার, ২৩ আগস্ট, ২০১৪

আজকে আমার সময় সল্পতার কারণে গততেই  পোস্ট করা একটি পোস্ট আবার ও পোস্ট করলাম যা বর্তমান দেওবিন্দী দের জন্য প্রযোজ্য।  একটু লক্ষ্য করেন।
 Bepok binodonদেওবিন্দী দের কিতাব পড়লে বেপক বিনোদন রে ভাই যা বলে শেষ করার মত না৷ আর sexi  থান্বির কিতাব হলে তো বাচ্চা দের খানার প্রজন নাই ৷ এমনি একটি ঘটনা হছে যে একবার দেওবন্দ মাদ্রাসার এক ছাত্রের মনে সন্দেহ হলে যে আমার মাথা নাই৷ এই কথা টা ১-২     ২-১ করে মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ ইয়াকুব সাহেবের কাছে গেল  ৷ তখন তিনি সেই ছাত্র কে ডাক দিয়ে বলল কি হয়ছে তোমার ?
ছাত্র : আমার মাথা নাই৷
শিক্ষক : জুতা খুলে মার সুরু করলেন মাথায়
ছাত্র : ওস্তাদ মারবেন না ওহ মরে গেলাম
শিক্ষক : কোথায় লাগতেছে ?
ছাত্র : মাথায় লাগতেছে ৷
শিক্ষক : তোমার না মাথা নাই ?
ছাত্র : ভুল হয় গেছে উস্তাদ জী ৷ আমার আর ভুল হবে না ৷
(ইফাজাতুল ইয়োমিয়াহ) ১ম খন্ডের ৫৭ নং পৃষ্টা

ঠিক এমনি এখিনকার দেওবন্দী দেরও  হাল  এদের এখন অনেক কিছু মনে হয় ৷ এদের মাথায় জুতা দিয়ে বাড়ি সুরু করলেই সুধু ঠিক হবে এর আগে নয় ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন