শনিবার, ২৩ আগস্ট, ২০১৪

Moududi soytan

মওদূদীর ভ্রান্ত মতবাদসমূহঃ
\/
আল্লাহ তা'য়ালা প্রসঙ্গঃ
জামায়েতে ইসলামীর প্রতিষ্ঠাতা মিঃ মওদূদী বলেন,
" যেখানে নর-নারীর মেলামেশা রয়েছে অবাধে, ভার্সিটি, অফিস-আদালত, ক্লাব ও পার্কে প্রকাশ্য ও গোপনে সর্বত্র যুবক-যুবতী স্বাধীনভাবে মেলামেশা, একত্রে ওঠা-বসার অবাধ সুযোগ রয়েছে, এমন স্থানে ব্যাভিচার ও মিথ্যা অপবাদের কারণে ( আল্লাহর আদেসক্রিত) রজম শাস্তি প্রয়োগ করা নিঃসন্দেহে জুলুম " । (তাফহীমাত-২য় খন্ড)
\/
>> এ সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর বক্তব্যঃ
" আল্লাহ তা'য়ালা কোন ক্ষেত্রে জুলুমের আশংকা জনিত কোন বিধান দেননি " । (সুরা ইউনুস-৪৪) 
\\//
\/
সমস্ত মুসলমানগণ বিশ্বাস করে পবিত্র কুরআন-সুন্নাহ তথা শরীয়া আইন-কানুন কিয়ামত পর্যন্ত সকল সমাজ ও সময়ের জন্য প্রযোজ্য। অথচ মিস্টার মওদূদী সাহেব আল্লাহর বিধানকে জুলুম সাব্যস্ত করে আল্লাহকে জালিম হিসেবে উপস্থাপন করতে চেয়েছেন...
|
অতএব মওদূদী জামায়েত থেকে সাবধান!







জামায়াত - শিবিরের গোমর ফাঁস #
ইমাম মাহদী বুজুর্গ হবেন না ! 
হাদীস বলে , ইমাম মাহদী সুফী ধরনের লোক হবেন ।
হাদীসে আছে , ইমাম মাহদী আত্মপ্রকাশ করবে এমন ভাবে যে তার মাথায় পাগড়ী থাকবে ।

জামায়াত শিবিরের মওদূদী সাহেব বলেন -
ইমাম মাহদী পুরাতন যুগের কোন সুফীধরনের লোক হবেন না ।
দলীল - ইসলামী রেনেসাঁ আন্দোলন - ২৩ পৃঃ , ডিসেম্বর ১৯৯৪ ইং ।



ইসলামী রীতিনীতি সম্পর্কে মওদূদির বক্তব্যঃ

“পোশাক পরিচ্ছদ, চাল-চলন, আকৃতি-প্রকৃতি চুল কার্টিং ইত্যাদির ব্যাপারে বিধর্মীদের অনুকরণ করতে কোন দোষ নেই”। (তরজুমানুল কুরআন, ছফর সংখ্যা, ১৩৬৯ হিজরী)

বিধর্মীদের অনুসরণ সম্পর্কে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-

হযরত আব্দুল্লাহ্ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত আছে- হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে মিল রাখে, সে তাদের দলভূক্ত এবং তার হাশর-নশর তাদের সাথেই হবে।” (মসনদে আহমদ, সুনানে আবূ দাউদ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন