শনিবার, ২৩ আগস্ট, ২০১৪

Tarikay mohammadi er name koron 2

Tarikay mohammadi nam koron 2 

নাম করন নিয়ে আমি ৩ টি পোস্ট করে প্রশ্ন করে কেব তার জবাব দেন নাই ও অনেকের মতামত ও দিয়েছিলাম তাদেরই মাসিক  পত্রিকা গুলো ও রচিত কিতাব থেকে ৷ তারা আমার কোনো জবাব দেন নাই ৷ তাই এই নাম কথা থেকে আসলো তা যাঁর জন্য একটা হিস্ট্রি বলা প্রজন ৷ আরবের মুহাম্মদ - বিন - আব্দুল - ওহাব-নজদি এর ইসলাম বিরোধী (ইসলামী আন্দোলন ) যে পরিচালিত হয়ছিল তা সেখানকার সাধারণ ও ওলামা পীর সুফী মাশেখ্গন ওহাবী আন্দোলন বলে ডাকতেন ৷ কিন্তু মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি এর অনুসারীগণ সেটা কে ওহাবী আন্দোলন বলত না ৷ কারণ ওহাব ছিল তার বাবার নাম আন্দোলন এর নাম যদিও ওহাবী হয় তাতে তার বাবর নামের সুখ্যাতি ও প্রচারিত হছে ৷ মুহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি নাম প্রচার হচ্ছে না বলে তারা ইটা পরে মোহাম্মদী আন্দোলন বলে নাম করন প প্রচার করা সুরু করে ! এই ভাবে সায়েদ সাহেব ভারত এর সংস্কার আন্দোলন পরিচালনা করেন ৷ পরে আব্দুল ওহাব নজদি এর যুক্তি অনুসারে ও তার নাম এর সাথে সমন্জাস রেখে তার অনুসারী রা ও মহ্হাম্দী আন্দোলন বা তরিকায় মোহাম্মদী বলে প্রচার করতে থাকেন ৷
কেউ কেউ তরিকায় মোহাম্মদী এর নাম নবী পাক সল্লেল্লাহু আলাইহে সালাম এর নামের সাথে সামঞ্জস রেখে রাখা হয়ছে বলে প্রচার করেন৷ তার জনু অবচস যে এর প্রমান কি আরো দেয়া হবে পরবর্তিতে ৷

সায়েদ আহমাদ ও শাহ ইসমাইল পরিচালিত আন্দোলন এর সময় হজ্জ করার নাম তারা কয়েক বার মদিনায় গিয়েছিলেন ও সেথা সুন্নি আলেম ওলামা পীর সুফী মাসায়্খ দের কোবর জিয়ারত না করা ও মুশরিক বলে ফতোয়া প্রদান. নারীদের প্রতি জুলুম ও সয়ং রওজা আকদাস এর প্রতি সেরেক ও মুশরিক এর ফতোয়া প্রদান ও সুন্নি দের ধন সম্পদ লুট এই সব বিসয় সায়েদ সাহেব বাস্তব অভিজ্ঞতা লাভ করেছিলেন 
সেখানে ওহাবী দের কাছ থেকে মোহাম্মদ বিন আব্দুল ওহাব রচিত (কিতাবুত তাউহিদ) তুফা মুবারক লাভ করেন ও হিন্দুস্থান এসে শাহ ইসমাইল সেটা প্রথমে ফার্সি ও পরে উর্দু তে (তাকবিয়াতুল ইমান )নামে প্রকাশ করে সকল কে তার অন্ঘ্সিদার করেন ৷ আর সেটা সায়েদ সাহেবের অনুমতিতে ৷ কারণ সায়েদ মিয়া ছিল শাহ ইসমাইল এর পীঈএর আর সায়েদ আহম্ম্মক ছিলেন গন্ড মুর্খ 

আহমাদ আব্দুল গফুর নজদি কৃত : লায়ান পুর এ মুদ্রিত (আব্দুল ওহাব )   কিতাব এর ৬৩ পৃষ্টা এবং উক্ত কিতাব এর টিকা লেখক আবুল কাসেম মুহাম্মদ আব্দুহুল ফালাহ লিখেছেন :-আব্দুল ওহাব নজদি মাজহাবের উত্তরাধিকারীদের মধে ভারত এর রায় বেরেলিএর সায়েদ আহমাদ ছাহেব বিশেষ সংস্কারক ও এমাম এ বর হক ছিলেন ৷

চলবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন