সোমবার, ১৮ আগস্ট, ২০১৪

English cap pore nobi (naujubillah)

দেওবন্দী দের বিখ্যাত ও কুখ্যাত  কিতাব (ফাজায়েলে আমল ) যে ভাই পড়েছেন একটা বিষয় লক্ষ্য করে দেখুন গড়ে প্রতি ২ টা পাতার পর একটা সপ্নের কথা বর্ণনা আছে।  এদের প্রতিটা কিতাবে এমন অবস্থা।  যে  ভাবে দেওবন্দী দের সপ্ন দিন দিন বেড়েই চলেছে একদিন সপ্নই হবে এদের মাদ্রাসা আর সপ্নের কথা গুলো হবে পাঠ।  

 আজকে এমনি এক সপ্নের বর্ণনা বলব দেওবন্দী দের কিতাব থেকে :-
 বেহ্জাতুল কুলুব দেওবন্দী দের কিতাবের ১৬ পৃষ্টায় লিখেছেন যে এক বেক্তি নবী পাক সল্লেল্লাহু আলায়হে ওয়া সাল্লাম কে সাদা দাড়ি ও চশমা পরিহিত অবস্থায় দেখেছেন  (
বেহ্জাতুল কুলুব পৃষ্টা ১৬ ) সূত্র (দেওবন্দ ও তাবলিগ জামাত ১৫৪ নং পৃষ্টা ) 

আবার অন্য এক কিতাবে লিখেছেন যে মাওলানা আনোয়ার শাহ কাশ্মিরি একটি সপ্নের বর্ণনা করেন যে এক বেক্তি নবী পাক কে ইংলিশ তুপি পরিহিত অবস্থায় দেখেছেন।  (ফয়জুল বাড়ি ২ খ পৃষ্টা ২০৩-২০৪)  সূত্র (দেওবন্দ ও তাবলিগ জামাত ১৫৪ নং পৃষ্টা ) 

আবার মাওলানা জাকারিয়া তার কিতাব (মাশায়েখ-এ- চিসত ) লিখেছেন একবার হাজী ইমদাদুল্লাহ একবার নবী পাকের কবর( রওজা) মুবারক জিয়ারত করে অনার কবর থেকে ফয়েজ লাভ করছিলেন।  তিনি নবী পাক এর রওজা ও মিম্বার এর মধ্যবর্তী জায়গায় মোরাকাবা করছিলেন।  আর তখন নবী পাক হাজী ইমদাদুল্লাহ কে পাগড়ি পরিয়ে দিয়েছিলেন।  
(মাশায়েখ-এ-চিশত) ২২১ নংপৃষ্টা   সূত্র (দেওবন্দ ও তাবলিগ জামাত 153 নং পৃষ্টা ) 

আচ্ছা এখন দেখুন :- অনেক মুজাদ্দেদ দুনিয়ার বুকে এসেছেন তারা বর্ণনা করেছেন যে নবী পাকের চুল মোবারক ১৪-১৮-২১ টার মত সাধা হয়েচিল।  আর দেওবন্দী গন দেখে পাকা চুল তার উপর চশমা পরে।  আমি এখন প্রশ্ন করছি যে চশমা টা যে পরেছিল সেটা কি চোখের জুতি কম হুয়ার কারণে  power ওয়ালা চশমা ? (নাউজুবিল্লাহ)  সেটা কি power যোগ ছিল নাকি pawer বিয়োগ ছিল ? নাকি সেটা রোদ থেকে চোখ কে বাচানোর জন্য sun glass ছিল ? (নাউজুবিল্লাহ) জবাব দিবেন দেওবিন্দী গণ. 

এর পর আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন একজন নবী পাক কে দেখেছে যে ইংলিশ টুপি পরহিত অবস্থায় (নাউজুবিল্লাহ) আচ্ছা এখন আপনারা বলেন  তো নবী পাক কি ইংরেজদের অনুসরণ সুরু করলো না কি!!! যে তিনি পাগড়ি টুপি ছেড়ে ইংলিশদের টুপি পরা সুরু করেছেন (নাউজুবিল্লাহ) জবাব আপনারা দিবেন।  আমি সুধু প্রশ্ন রাখলাম আপনাদের সামনে। 

এর পর মাওলানা জাকারিয়া মাশায়েখ-এ-চিশত এ বর্ণনা করেছেন যে নবী পাকের রওজা থেকে হাজী ইমদাদুল্লাহ ফয়েজ লাভ করছিলেন।  যদিও বর্তমান দেওবিন্দী আকিদায় ইটা একটা চরম শিরক।  এর পর বলেছেন যে মরা কাবা অবস্থায় নবী পাক সল্লেল্লাহু আলায়হে ওয়া সাল্লাম হাজী ইমদাদুল্লাহ কে পাগড়ি পরিয়ে দিয়েছিলেন।  
আচ্ছা একটু লক্ষ্য করুন তো, একজন দেখল চশমা পরে নবী পাক ,একজন দেখল ইংলিশ টুপি পরে নবী পাক।  তিনি নিজে পরেন চশমা আর টুপি কিন্তু হাজী ইমদাদুল্লাহ কে পরিয়ে দিলেন পাগড়ি !!!! কেমন কথা ? নবী পাকের সুন্নাত পাগড়ি নিজে ছেড়ে ইংলিশ টুপি পরেন।  রোদের কারণে বা চোখের সমসার কারণে পরেন চশমা।  আর হাজী কে পরিয়ে দিলেন পাগড়ি !!!! তিনি কি ওনার নবুয়াত ছেড়ে দিয়ে চশমা আর ইংলিশ টুপি পরা সুরু করে হাজী ইমদাদুল্লাহ কে নিজের পাগড়ি দিয়ে নবুয়াত এর দায়িত্ব দিলেন ?(নাউজুবিল্লাহ) 
এখন আমাকে বলুন কোনটা সত্য সপ্ন ? নবী পাক চশমা পরেন এখন চোখের জন্য , পাগড়ি ছেড়ে ইংলিশ দের টুপি পরেন ? 
আর আমার নবী যদি এই সব বেবহার করেন তাহলে হাজী সাহেব কে কেন পাগড়ি দিলেন ? 

আরে দেওবন্দী , নবী পাক কে সপ্নে দেখো ? নাকি সয়তান কে দেখো যে একবার চশমা পরে তোমাদের সপ্নে আসে।  একবার ইংলিশদের টুপি পরে আসে।  সপ্নে দেখা দিলে দিতেও পারেন নবী পাক।  কিন্তু তা অবশ্যই হতে হবে ওনার জীবনীর সাথে সামঞ্জস্য পূর্ণ।  হুট করে কাকে দেখল অমনি বলে দিবে আমি নবী পাক কে দেখেছি , ইটা কেমন কথা ? আর নবী পাক কি এমন পাগল ছাগল কে জিয়ারত দিবেন ? জারা নবী পাকের জীবন চলার কি বিধান ছিল তাও জানত না।  তিনি কি পরতেন কি পরতেন না তাও জানে না আর কে সয়তান কে নবী তাও বিবেধ করতে পারে না।  

সোহেল রানা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন