শুক্রবার, ৮ আগস্ট, ২০১৪

DEOBONDI gustak a nobi pak

দেওবন্দিদের কথা শুনলে হাসতে হাসতে পেট ফাটে। 

মূল কথা :-
 মাওলানা মুহাম্মদ ইসমাইল নামের দেওবন্দিদের এক আলেম মারা যান ১৩১৫ হিজরী ৪ ঠা শাওয়াল মাসে।  তো তার জানাজা তে এত লোকসমাগম হয়েছিল যে খাটিয়ার সাথে অতিরিক্ত লম্বা বাস লাগানো হয়েছিল আর দিল্লি থেকে নিজামুদ্দিন পর্যন্ত রাস্তা ব্লক ছিল।  তার জানাজায় বিপুল সংখ্যক লোকের সমাগম হয়েছিল একাধিকবার জানাজার বেবস্থা করা হয়েছিল।  ফলে দাফন কার্য বিলম্বিত হচ্ছিল।  ইতিমধ্যে সাহেবে কাশফ জৈনিক বুজুর্গ সুনতে পেলেন , মৃত মাওলানা ইসমাইল সাহেব বলছেন , আমাকে তারাতারি রুকসাত কর।  আমি  খুবই লজ্জাবোধ করছি।  কেননা নবী করিম সল্লেল্লাহু আলায়হে ওয়া সাল্লাম সাহাবাদের জামাত সহ আমার জন্য অপেক্ষা করছেন।  (মাওলানা মুহাম্মদ ইলিয়াস ও তার দ্বীনি দাওয়াত ) সাইয়েদ আবুল হাসান আলী নদভী এর লেখা পৃষ্টা নং ৪৪-৪৫ 
স্ক্রিন সূত এর জন্য কমেন্ট করে বলুন।  

এবার আমার জবাব দিন :

বুখারী শরীফের ২ য় খন্ডের ১২৮৭ নং হাদিসে বলা হয়েছে যে ,আলী ইবনে আব্দুল্লাহ ,,,, ইবনে ওমর (রা;) থেকে বর্ণিত , তিনি বলেন একবার নবী পাক সল্লেল্লাহু আলায়হে ওয়া সাল্লাম (বদরের শহীদদের প্রতি) গর্ত বাসীদের দিকে ঝুকে দেখে বললেন যে :তোমাদের সাথে তোমাদের রব যে ওয়াদা করেছিলেন বাস্তবে তোমরা তা পেয়েছ তো ? তখন নবী পাক কে বলা হল ,আপনি মৃত দের ডেকে কথা বলছেন ? (ওরা কি সুনতে পায়) . নবী পাক বললেন ;- তারা তোমরা তাদের  চাইতে বেশি সুনতে পাওনা। কিন্তু তারা সারা দিতে পারে না।  

এবং ১২৮৮ নং হাদিসে এসেছে 

আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ --- মা আয়েশা সিদ্দিকা থেকে বর্ণনা করেছেন :- যে নবী পাক বলেছেন - তারা এখন ভালো ভাবে বুঝতে পেরেছে যে কবর এর আজাব প্রসঙ্গে আমি যা বলতাম তা বাস্তব।  আল্লাহ পাক ঘোসনা করেছেন :হে নবী আপনি নিশ্চয় মৃত দের কোনো কথাই (অন্যদের ) সুনাতে পারেন না।  

উপরে বর্ণিত হাদিসে পাক থেকে ও ১২৮৮ নং হাদিসে বর্ণিত আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে ইটা সুস্পষ্ট প্রমানিত যে আমরা মৃতদের  কোনো কথা  সুনতে পারি না এমনকি মৃতদের কথা নবী পাক ও আমাদের কে শোনাতে পারেন না।  
এখন চিন্তা করেন দেওবন্দিদের মাওলানা ইসমাইল দেওবন্দিদের কাস্ফ ওয়ালা বুজুর্গ কে বললেন যে আমাকে তারা তারি দাফন কর। 
 কেন  ? 
বলে তার লজ্জা করছে !!! 
কেন ?
আর তার জন্য নাকি নবী পাক সাহাবাদের জামাত সহ অপেক্ষা করছেন !!!!
  কেন ? 
মনে হয় আর একবার জানাজা করবে সবাই মিলে  তার।  
কোরান হাদিস বা অন্য কোনো আলেমের কিতাব দিয়ে এমন আজগুবি কথা কি প্রমান করতে পারবেন ? 
আর একজন মুর্দা কে কবরে দাফন করার পর  কে কি প্রশ্নে করেন তা সবার জানা আছে।  আর মাওলানা ইসমাইল এর জানাজা নয়তো বা সয়াগত এর জন্য বলে কিনা নবী পাক ও ওনার সাহাবীরা অপেক্ষা করতেছেন।  দেখুন এদের মিথ্যাচার। ,
নিজেদের আলেমের সুখ্যাতির জন্য তোমরা কি কোরান হাদিস সব ভুলে যাও ? 

১২৮৭ নং হাদিসে পাকে নবী পাক এর সাথে সাহাবীরা ছিলেন। নবী পাক মৃত দের সাথে কথা বললেন।  সাহাবীরা সুনতেই পেল না।  তোমাদের বুজুর্গ দেখি সাহাবীদের চেয়েও  বড়।  কারণ সাহাবীরা মৃতদের কথা সুনতে পায় না।  তা হলে কি হল ? তোমাদের বুজুর্গ দেখি নবী পাক এর আসনে আসীন
 ( নাউজুবিল্লাহ )  . কারণ নবী পাক মৃতদেত কথা সুনতে পায়।  

আরে দেওবন্দী দের দল  , শয়তান এর অনুসারী।  আর কত মিথ্যাচার করবে নিজেদের কিতাবে।  কথায় কথায় বেদাত শিরক এর ফতোয়া মার।  তোমাদের প্রতিটা কথাই তো বেদাত।  
আর তোমাদের জন্মও তো বেদাত 

সবাই জবাব দিবেন আমার যে কি করে তাদের বুজুর্গ মৃতদের কথা সুনতে পারে। 
 
সোহেল রানা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন