শনিবার, ২৩ আগস্ট, ২০১৪

How is thinking of thanbi about kafon

Thanbi really a good drama maker  


দেওবন্দী দের মোজাদ্দেদ আশরাফ আলী থানবী কে অনেক আগেই আমি সেক্ষি হেকিমুল উম্মত এর খেতাব দিয়েছি ৷ আজকে তার আরও একটা নমুনা হছে তার কিতাব (ইফাজাতুল ইয়োমিয়া) ৮ নং খন্ডের ১৩৩ নং পেগে একটা বিসয় উদাহরণ দিতে গিয়ে সে লিখেছে যে এক এলাকায় একজন কাফন চোর ছিল তার জালায় লোক অতিস্ঠিত হয়ে তার মিত্তুর জন্য দোয়া করত ৷ একদিন সেই লোকটা মারা গেল ও তার ছেলে তার বাবার কাজটা আবার সুরু করলো কিন্তু কাফন চরির সাথে সে অতিরিক্ত একটা কাজ করত সেটা হছে মুর্দার পাচায় লোহার খিল ঠুকে দিত ৷ তখন লোকজন বলতে লাগলো যে আগের চরটায় ভালো ছিল. ৷ এত মুরাদ্র পাচায় খিল ঠুকে দেয় আগের চোর কমছে কম এই কাজটা করত না  ৷

এখন আমার কথা হচ্ছে যে থানবী নাকি মুজাদ্দেদ ও হেকিমুল উম্মত মানে উম্মত এ মোহাম্মদী এর ডাক্তার ৷ তার ডাক্তারি এর নমুনা বেহেস্তি যেবার এর চিকিতসা অধ্যায় দেখলে প্রমান মেলে কত বড় বে শরম বেহায়া বেলজ্জা বেধর্মা অকর্মা ছিল বে জবান জানবার গুলোর ওপর কত যুলম করেছে  ৷ এখন একজন মুর্দার কাফন চুরির কথা কত সুন্দর ভাবে বেহায়া এর মত তার কিতাবে লিখে গেছে ৷ সে নাকি আবার মুজাদ্দেদ যার কথা বলার তরিকা ও জানা ছিল না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন