শনিবার, ২৩ আগস্ট, ২০১৪

Ek pokher dekhe onno pokho chup balakoti ar deobodi

Balakoti vs ohabi  ek pokho opor pokho chup 

ইতি মধ্যে নাম করণ ও তার আসল কাহিনী তুলে ধরা হয়েছে ৷ তাতে বালাকুটি   রা কোনো প্রতিবাদ করেন নি তাতে প্রমান হয় যে আমি কোনো বালাকুটি মিথা   বলি নাই ও তারাও বড় বড় হোতা ও অনেক আছে ফেইসবুক এ ও তারাও কোনো প্রতিবাদ করেনি ৷ আর বলবে কি ভাবে বলার তো কোন ইসু রাখা হয়নি ৷

মাসিক পরোয়ানা এর ৯৯ মে এর ১৬ নং পেজ বলা হয়ছে সায়েদ আহাম্মক সাহেব আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী কেবলা সাহেব এর কাছ থেকে বায়াত হন ও সবক নেন ৷ এর পর সায়েদ সাহেব এর জন্য বেলায়াত এ আওউলিয়া ও বেলায়াত এ আম্বিয়ার জন্য দোয়া করেন৷. এবং তিনি ইহা ও বলেছেন যে সায়েদ সাহেব ইলম এ বাতেনি তে এতই তেজষী ছিলেন যে সামান্য ইসারাতেই অনেক অনেক অনেক উচু পর্যায়ের কথা বুঝে নিতেন 


এখন আপনারা বিচার করেন সায়েদ সাহেব আব্দুল আজিজ সাহেবের কাছ থেকে সবক ইজাজত নিয়ে অনেকদিন মোরাকাবা মশায়দা করে বেলায়াত এ আওলিয়া ও বেলায়াত এ আম্বিয়া এর দোয়া প্রাপ্ত হয়েও মাসিক (আত তৌহিদ অগাস্ট-সেপ্টেম্বর ৯৭ ) সংখা ওহাবী করা নামক শিরোনাম এবং (মাসিক পরোয়ানা ৯৯ এর ১৬ পেজ) অনুসারে রুহানি সক্তি ফয়েজ বরকত ইত্যাদি ও জাহেরী ও বাতেনি শক্তির খোজ ও করতেই পারে নাই ৷
সায়েদ সাহেবের পির দেব খেলাফত ও দোয়া কোন কাজে আসেনি ( তাদের মতে ) যদ্দরুন তিনি এই সকল কিছু বেকার ও নিস্ক্রিয় মনে করে নিজে নিজি আরেকটা ক্রিয়াশীল জাহেরী বাতেনি শক্তি সম্পন্ন তরিকা তরিকায় মোহাম্মদী আবিষ্কার  করেন ৷
এখন ও কি তিনি আব্দুল আজিজ সাহেবের মত একজন কামেল অলি এর মুরিদ থাকলেন ৷ আমি বলার ওনাদের কিতাব ও মাসিক পত্রিকা গুলো থেকে বললাম ৷ সেটা আপনারা বলবেন 

বেলায়াত এ আওউলিয়া ও বেলায়াত এ আম্বিয়া;-
বেলায়াত এ আওলিয়া হছে আওউলিয়া দের স্বভাব গত বিসয় যা প্রত্যেক আওলিয়া দের ছিল বা আছে ও ইটা hobei হবে আওউলিয়া দের বেলায় ৷ তো এটার জন্য দোয়া এর কি প্রজন যদি তিনি আওউলিয়া হন ?
আর বেলায়াত এ আম্বিয়া হছে নবী রাসুলদের জন্য তা কোন গাউস কুতব অলি আওউলিয়া সুফী বা কারো জন্য না নবী গণ ছাড়া ৷
আব্দুল আজিজ কেবলাজান কি এমন দোয়া করতে পারেন একজন কামিল অলি হয়ে ? আর যদি করেন (তাদের মতে) তো অনার বেলায় লক্ষণ কি ছিল তা পেস করার জন্য অনুরোধ করলাম 

 চলবে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন