শনিবার, ২৩ আগস্ট, ২০১৪

Tarikay mohammadi er nam koron

Tarikay mohammadi Nam koron 


অনেকের অনেক মতামত নাম করন নিয়ে :
 ১, তরিকায় মোহাম্মদী কিতাব এর ৫৬ নং পেজ এ শাহ আবদুল লতিফ কেবলা ফুলতলি বলেন ৪ তরিকার নাম তরিকার বুযুরগ দের নামে করা হয়েছে ৷ তেমনি ভাবে আমির উল মোমেনিন(লকব লাগাতে খরচ হয়না) সৈয়দ আহমেদ যে তরিকায় তরবিয়ত দিতেন এর নাম -তরিকায় মোহাম্মদী  ৷ তরিকার নাম তার নিজের নামে তরিকায় আহমেদিয়া না হয়ে  মোহাম্মদী হওয়া বিষেস বৈশিষঠ ৷
আমার দাবি ; আপনার মতে ও তরিকায় আহমেদিয়া নাম হওয়া ঠিক ছিল ৷তিনি যদি এখনও বেচে থাকেন আর কেউ যদি ওনার কাছ থেকে বিষয়টা জেনে একটু জানাতেন মোহাম্মদী নাম রাখার বৈশিষ্ট তা কি তো আগামিতে আমি এই কথাটা আর তুলতাম না ৷


২৷ হযরত শাহ জালাল কিতাব এর সিলেট ধরমিও আনদোলন শিরোনাম এ ১৫৮ নং পেজ এর শেষে বলা হয়েছে যে ;মোহাম্মদীবিন আবদুল ওহাব নজদি ( মোহাম্মদীআনদোলন) এর হোতা ছিলেন তা ওহাবি আনদোলন নামে পরিচিতি পায় ৷ সৈয়দ সাহেবের আনদোলন ছিল সংসকার মুলক ৷তিনি এর ভিততি সথাপন করেছিলেন তাসাউফ এর উপর 
তাসাউফ এর উপর যে সকল তরিকার চলিত ছিল সে গুলোর কোনটাই saport না করে তিনি পরিপূর্ণ সুন্নাত এর উপর তার আকিদার ভিত তৈরি করেন ৷তার এই ণতুন তরিকার নাম ডেয়া হয়ছিল তরিকায় মোহাম্মদী
3 . মাসিক দিন দুনিয়া চট্রগ্রাম থেকে প্রকাশিত ২০০০ মে এর সংখা ও ১৪ নং পেজ( ইমান এর দীপ্ত মশাল )শিরোনাম এ বলা হয় সৈয়দ সাহেব এর আনদোলন ছিল সংসকার মুলক ও তার ভিত তাসাউফ এর উপর ৷প্রচলিত তাসাউফ এর ক্ষেত্রে যেসব তরিকা প্রচলন ছিল তার কোনটাই সরাসরি সাপোর্ট না করে পরিপূর্ণ সুন্নাত ও তরিকার উপর তিনি তরিকার ভিত্তি স্থপন করেছিলেন ৷ তিনি প্রকাস্য ঘোসনা করেছিলেন যে সিন্দু ,পারসসো ,রোম, হিজ্দুস্থান এর যে সব তরিকার প্রচলন আছে ও যা কিছু বিদাত দুখেছে তা সব কিছুই সাহাবী ও নবী পাক এর সুন্নাত বেতিত সবই পরিতাজ্য ৷সুধু তাই নি আমি এইসব তরিকা ও সকল কিছুর প্রতিবাদ ও প্রতিরোধ জরুরি মনে করি. 


4 .মাসিক পরোয়ানা এর ১৯৯৯ এর মে মাসের (তরিকায় মোহাম্মদী ও ওহাবী ) শীর্ষক শিরোনমে মৌলানা নুরুল ইসলাম লিখেছে তরিকায় মোহাম্মদী কোন নতুন সতন্ত্র তরিকা নহে ৷ হিন্দুস্থান এর জিহাদী আন্দোলন কে তরিকায় মোহাম্মদী বলা হয় ৷


এদের একজন এর কথার সাথে আর একজন এর কোনো মিল নাই৷ তারা সায়েদ সাহেব কে বড় করতে গিয়ে খালে পরে গেছে ৷
এখন আমার কথা হছে তিনি কোনো তরিকা কে সাপোর্ট করেন নাই তা আপনাদের মাসিক পত্রিকা থেকে প্রমানিত আরও অনেক আছে আমার কাছে আপনার চাইলে আমি পরে দিব ৷ তিনি বরং আব্দুল ওহাব এর মত আন্দোলন করেছেন এমন কি আপনাদের পত্রিকা বলতেছে যে তিনি কোনো তরিকা কে সাপোর্ট করতেন না,
তিনি একন সাহস কোথায় পেলেন ? কি প্রমান আছে আপনাদের  কাছে৷ দিবেন কি ? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন