শনিবার, ২৩ আগস্ট, ২০১৪

Tabligis profet is not muhammad (sa)


তাবলিগি দের বোঝানোর জননো ও সবার অবগতির জননো আমার নিজের বিবেক থেকে লিখলাম 
মনে করেন যে একজন তাবলিগ জামাত এর মৌলভি জাচছে আর একজন ঈসাই তাকে ডেকে বলে কার কালেমা পরেন 
তাবলিগি;মুহামমাদ সাললেললাহু আলাইহে ওয়া সালাম এর 
ঈসাই: তোমার নবীর চেয়ে আমাদের নবী বেশি আফজাল ৷আমাদের নবীর কালেমা পরেন ৷
তাবলিগি; কিভাবে তোমার নবী ঈসা আমাদের নবী পাক এর চেয়ে বেশি আফজাল ?
ঈসাই : তোমার নবী কি কোন কিছু বানাতে পারে ? এবং তাতে জান দিতে পারে ?
তাবলিগি; এটা তো আলাহ পাক এর কাজ ৷ এমন বিসহাস যো রাখে সে তো মুসরিক ৷
ঈসাই: তোমারদের কোরান সুরা মরিয়ম আয়াত ৪৯ আমাদের নবী ঈসা (আ;) আমি মাটি দিয়ে পাখি বানিয়ে তাতে ফু দিয়ে তাতে জান দিতে পারি ও তা উরে যায় 

ঈসাই : তোমাদের নবী গায়েব বলতে পারেন ?
তাবলিগি; আমাদের নবী কে তো দেয়ালের পিছনের খবর ও জানা নাই ৷
ঈসাই: তোমাদের কোরান সুরা মরিয়ম আয়াত ৪৯ এ বলা হয়েছে আমাদের নবী ঈসা(আ:) তোমার পেটে কি আছে ও ঘরে কোথায় কি রেখে এসেছো তাও বলে দিতে পারতেন ৷

ইসাই: তোমাদের নবী অনধো দের চোখঁ দিতে পারেন ?
তাবলিগি; আমাদের নবীর নিজের দাতঁ পড়ে গিয়েছিল ৷আর একজনের চোখ দিতে পারলে কি নিজে দাত লাগাতে পারতো না ? 
ঈসাই: তোমাদের কোরান সুরা মরিয়ম বয়াত ৪৯ আমাদের নবী কানা কে ও চোখ দিতেন ৷

ঈসাই : তোমাদের নবী অসুসথো কে সুসথো করতে পারেন ?
তাবলিগি; আমাদের নবী তো নিজে ওসুসথো hoten
ঈসাই: তোমাদের কোরান সুরা মরিয়ম আয়াত ৪৯ আমাদের নবী কঠিন রোগের রোগি কে ও সুসথো করে দিতেন 

ঈসাই: তোমাদের নবী মুরদা কে জিনদা করতে পারে ?
তাবলিগি; আমাদের নবী তো নিজেই মরে গেছেন৷
যে এই সব আকিদা রাখে সে তো সিরিক করল ৷জান দেয়া নেয়া তো আললাহের কাজ ৷
ইসাই: তোমাদের কোরান সুরা মরিয়ম আয়াত ৪৯ এ বলা আছে যে আমাদের নবী ঈসা (আ:) আললাহ যাকে মারত তিনি তাকে জিনদা করতেন ৷

তো এখন আপনারা বলেন এমন বদ
আকিদা ওয়ালাদের কার কালেমা পড়া উচিত ?
আর আমার নবী সে তো নবী দের ও নবী আর ঈসা (আ:) তিনি তো আমার নবীর উমামাত হয়ে আসবেন ৷
আমার নবীর মনের কথা ও আললাহ কবুল করতো বলা ছারাই ৷ মুখে ও আনা লাগে না ৷

আর তাবলিগ ওয়ালা সময় আছে এখন ও৷
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন