শনিবার, ২৩ আগস্ট, ২০১৪

Karat bey shaekh Nijam uddin

Karamat by shayekh nijamuddim aoliya  

একবার এক মুরিদ নিজাম উদ্দিন সাহেবের কাছে এসে কিছু সাহায্য চাইলে তিনি বলেন যে অপেক্ষা কর     ৩ দিন পর মুরিদ কোনো কিছু পাবে না বলে চলে যেতে চাইলে নিজাম উদ্দিন কেবলা সাহেব অনার জুতা মুরিদ কে দিয়ে দেন ৷ মুরিদ জুতা পেয়ে মন খারাপ করে বাড়িতে যাওয়ার সময় রাতে এক জাগা তে অবস্থান করেন ৷ সেই রাস্তা দিয়ে বেবসা এর মাল নিয়ে আমির খসরু সাহেব জাচিলেন তো বলেন সেই মুরিদ কে এই খানে কি নিজাম উদ্দিন কেবলা আছেন বা ছিলেন ? মুরিদ বলেন কে না তিনি নাই আর ছিলেন ও না তবে অনার জুতা আছে আমার কাছে৷ আমির খসরু বলেন যে সেই জুতা আমাকে দাও আর আমার সকল বেবসা এর মালামাল আপনি নিয়ে নিন.  
 
তো ওনাদের মধে এমন মহাব্বাত ছিল যে পির কেবলা এর জুতার দাম বেবসা এর সকল মাল দিয়ে কিনেছেন ৷ আর নিজাম উদ্দিন সাহেব এর কারামত ও দেখে নেন সবাই 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন