শনিবার, ২৩ আগস্ট, ২০১৪

Ala hazrat

আজকাল অনেকে আহমাদ রেজা খান সাহেবের নাম অনেক বকে যাছে যার কোনো ভিত্তি বা প্রমান নাই ৷ কিতাবের স্ক্রিন শুট দিয়ে তাদের কে বলব যা সত্য তা যেন পোস্ট করে  ৷

আহমাদ রেজা খান সাহেবের সময় কিছু ওলামা রা একটা বিসয় নিয়ে আহমাদ রেজা খান সাহেবের কাছে যান ৷

বিসয় টা ছিল যে নবী পাক এর কাপড়ে যে ধুলা বালি লাগে এই কথা টা কিভাবে বলব ? যদি বলি নবী পাক এর কাপড় ময়লা হয়েছে তা বেআদবি মনে হয় ৷ যদি বলি নবী পাক এর কাপড়ে ধুলা বালি লেগেছে তা ও বেআদবি মনে হয় যে যিনি নবী তার কাপড় ময়লা বা ধুলা বালি লাগা ইটা খুব খারাপ দেখায়  ৷ কিন্তু ইটা ও সত্য যে নবী পাক এর কাপড় ময়লা ও হত  ৷ কিন্তু সেই কথা আমাদের মুখে বলা কেমন জানি শোভা পায় না ৷ আমরা আপনার কাছ থেকে জানতে চাই কিভাবে এই কথা টা বলব ? 

তখন আলা হজরত আহমাদ রেজা খান বলেন যে তোমরা এমন সাধারণ একটা বিসয় নিয়ে এত চিন্তিত ? আল্লাহ তোমাদের সকল কে কবুল করবেন  ৷
এরপর তিনি বলেন যে :- আপলোগ ইচ্তারা বোলোনা দামান এ মুস্তফা(সা :) মে ধুল ওর মিট্টি ওনে পানাহ লেলিয়া  ৷
অনুবাদ ; আপনারা এমন করে বলেন না যে নবী পাক এর কাপড়ে ধুলা আর মাটি আশ্রয় নিয়ে নিয়েছে  ৷

তো দেখেন ইনি হচ্ছেন আলা হজরত  ৷ সকল সময় সকল নবী গণ এর ও বিরুধিতা করে এসেছে লোকজন তো আহমাদ রেজা খান সাহেব তো নিজেকে অনার আবেদ বা গোলাম লিখত অনার নামের সাথে  ৷ তো এনার বিসয় লেখা কোনো বড় কথা না ৷ কিন্তু অনুরোধ রইলো অনার কিতাব থেকে ওনার ভুল গুলো তুলে ধরার ৷ ফালতু কুত্তার মত ১ মাস ধরে  ভোকার চেয়ে ওনার কিতাব থেকে একদিন একটা ভুল ধরে দেখান  ৷ ওনার কিতাবের পেজ দিয়ে স্ক্রিন শুট দিয়ে পোস্ট করেন ৷ আস সালাম 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন