শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

স্ত্রীর দুদ পান করা যায়েজ

থানবীর ফতোয়ায়দেওবন্দী দের বিরুদ্ধে আর লিখতে মনে চায় না ৷ তাদের কুফরী দেখলে নিজের মেজাজ খারাপ হয়ে যায় ৷ কিন্তু দেওবন্দী গুলোর ঘেউ ঘেউ যায় না , তবু বলে ওলামা -এ- হক দেওবন্দ ৷ তাই তাদের হক কথা গুলো মানুষের সামনে তুলে ধরি আমি যে কেমন হক তারা সবাই দেখুক 

যথা রীতি দেওবন্দের মুজাদ্দেদ হেকিমুল উম্মত (উম্মত-এ-মোহাম্মদী এর ডাক্তার ) আশরাফ আলী থানবী তার কিতাব বেহেস্তি যেবার এরপার্ট ৩ এর ১৮ নং পেজার ১০ নং মশলা তে লিখেছে যে ঘটনা ক্রমে যদি কোনো অবিবাহিত মেয়ের বুকে দুদ হয় আর কোনো শিশু তা খেয়ে থাকে তা হলে ওই মেয়ে তার দুদ মা হবে এবং দুদের সকল সম্পর্ক তার সাথে প্রমানিত হয়ে যাবে ৷
তিনি ইটা অনেক সুন্দর বলেছেন যে বিবাহিত আর অবিবাহিত জারি দুদ হোকনা কেন কেউ যদি তা পান করে তো তার সাথে উক্ত মহিলা মা হবে ও তার সাথে বিয়ে হারাম হয়ে যাবে 

এখন একটু নিচে আসেন ১১ নং মাসালাতে লিখেছেন যে এমন কি কোনো মৃত স্ত্রী লোকের দুধ বের করে কাউকে খাওয়ানো হয় তা হলেও দুধের রিসতা প্রমানিত হয়ে যাবে ও মৃত মহিলার সন্তান রা তার ভাই ও বন হবে৷
এই বিসয় কিছু বলতে চায়না আমি৷ থানবী কি পাগল ছিল আর লোকজন কে পাগল মনে করে যে একজন মৃত মহিলার দুধ কাউকে খাওয়াবে ? আর মৃত মহিলার কি দুধ বের হয় ? থান্বির হয়ত জানার কথা ৷ আপানদের ও যদি জানা থাকে বলবেন ৷

এখন আমার
স্ত্রীর দুধ পান করা যায়েয 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন