বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০১৪

কবর জিয়ারত বিরোধী দের জবাব

আজ কাল কয়েকজন দেওভুত কবর জিয়ারত এর উদ্দেশে যাওয়া কে না জায়েজ প্রমান করার জন্য উঠে পরে লেগেছে। এই খানে একটা বিশাল ষড়যন্ত্র যে তারা হচ্ছে কান্জার এর চেয়ে বড় কান্জার। এরা মরলে দাফন করে এসে সবাই বলে যে :- সালা একটা নজদি দাফন করে আসলাম, আল্লাহ যেন সেই নজদীর কবরের পাশেও আমাকে না নেন কোনো দিন। কারণ তারা জাহান্নামের ইন্ধন তুল্য।  

কিন্তু জারা আশেকে রাসুল , জারা নিজেকে মোহাম্মদ আলাইহিস সালাম এর দরজার ভিখারী মনে করে , তারা মরলে আল্লাহ তায়ালা নবী পাকের দরজার ভিখারী মনে করেই ক্ষমা করে দেন। 

আর আমরা যাই সেই সকল কবর জিয়ারত করতে জারা নবী পাকের ওয়াস্তে আল্লাহ রাব্বুল আলামিন এর অনুগ্রহ লাভ করেছেন তাদের কবর জিয়ারত করতে , সালাম জানাতে ও ফাতিহা পড়তে।  এদের ইটা সয্য হয়না , এরা বলে যে আমাদের বুজুর্গের কবরে কুত্তাও যায়না !!!! আর সুন্নি বুজুর্গরা ওফাতের পর ও এত শান মান নিয়ে থাকে !!!!! যে তার কবর পাশে লোকজনের ভির লেগেই থাকে ? এই কারণেই এরা কবর জিয়ারত এর হাদিস গুলো কে জইফ জাল বলে থাকে , যাতে আপনারা ও আপনাদের বুজুর্গ দের কবর জিয়ারত করা ছেড়ে দেন।  

   এদের এক কুলাঙ্গার আছে ইবনে তাইমিয়া নবী পাকের রওযা জিয়ারত এর যত গুলো হাদিস আছে সব গুলো কে জল ও জইফ বলেছেন ।  

আর দেখুন সে মরেছে , একটা কুত্তাও যায়না তার কবরে ফাতিহা পরতে।  

 

মূল কথা :- 

দেওবন্দী আলেম মাওলানা জাকারিয়া সাহেব তার কিতাব ; ফাজায়েলে আমল , হজ্জ, জিয়ারত এ মদিনা অধ্যায় লিখেছেন যে :- মাজারে দোয়া অন্য বেপার। আমি বলি নবী রাসুল দের কবর জিয়ারত করা কি নিষিদ্ধ? নবী রাসুল দের কবর জিয়ারত করা যদি নিষিদ্ধ না হয় , তাহলে ধর্ম প্রাণ বুজুর্গ দের কবর জিয়ারত করাও একই বেপার (ফাজায়েলে আমল ) হজ , জিয়ারত এ মদিনা , ১৫৭ পৃষ্টা।  ১২ নং হাদিসের বেক্ষা 


তারা আমাদের কথা না সুনতে চায় আর না বুঝতে চায়।  তাই তাদের আলেমের বক্তব্য তুলে ধরলাম।  আমি জানি এটাও যে তবু তারা মানবে না. / তবুও বলবে যে কবর জিয়ারত এর উদ্দেস্য করে কবর জিয়ারত করতে যাওয়া হারাম না জায়েজ।  আসলে এরা যে দেওবন্দী না কি তা মাথায় আসে না।  এরা না দেওবন্দী আলেমের কথা মান্য করে !!! আর না নিজেকে দেওবন্দী ছাড়া অন্য কিছু বলে দাবি করে।  

তবে চিন্তা করিও না।  তোমরা মরলে তোমাদের কবর জিয়ারত করতে কেউ যাবে না।  যেমন সাইয়েদ আহমাদ ও শাহ ইসমাইল এর কবর জিয়ারত এর জন্য মানুষ তো দূরের কথা কুত্তাও যায় না , ঠিক তেমন তোমাদের কবরে ফাতিহা পড়তেও কেউ যাবে না।  


সোহেল রানা 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন