শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

জানাযার পর দোয়া । দেওবনদি আলেমের ভিডিও

আব্দুর রেহমান মোঘল বাজারী মাল পোস্ট করেছে যে জানাজা এর পর হাত তুলে দুয়া করা যাবে না,আর আবু দাউদ সরিফের হাদিস আমলের জন্য সঠিক নয়। 

একটা সত্য ও আসল কথা শোনেন যে অনেক দেওবন্দী হাত তুলে দোয়া করার বিরুধিতা করে জানাজা এর পর বা দাফন এর পর ,কারণ হচ্ছে যে সেই সকল জানাজা নামাজ আদায়কারীদের ও জানা আছে যে ;- এ হচ্ছে দেওবন্দী কুলাঙ্গার ,এর জন্য হাজার বছর দোয়া করেল ও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না , এই খবিস গুস্তাক কে ক্ষমা করবেন না , তাই ওরা সেই মাইয়েত এর জন্য বেফুজুল দোয়া করে অহেতুক সময় নস্ট করতে চান না।  

আর যাহা তাক ;- রাসুলের আশেক , রাসুলের গোলাম , সারাজীবন রাসুলের প্রেম নিয়ে কবরে গেছে এমন সুন্নি ভাই আমার , তার যদিও পাহাড় সমান গোনাহ থাকে তবু আল্লাহ রাব্বুল আলামিন সেই ইস্ক এ মোহাম্মদী এর কারণেই মাফ করে দিবেন , যদি তার জন্য দোয়া করা হয় আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আমার সোজা ঝাপটা উত্তর। 


আমি কয়েকবার এই কথাটা বলেছি যে বর্তমান দেওবন্দী গণ আহলে হাদিসের নিউ আপডেট। এদের বর্তমান আকিদা ও আহলে হাদিসের আকিদার কোনো পার্থক্য নাই। তবে দেওবন্দিদের বর্তমান সময়ের প্রখ্যাত আলেম (মাওলানা ইলিয়াছ ঘম্মান ) সাহেব কি বলেন এই বিষয় নিজ কানে শোনেন।  বরং ইলিয়াছ ঘম্মান সাহেব একে সুন্নাত বলেছেন ইউটুব এর লিংক এ ৩ মিন এর ভিডিও দেখুন 



http://youtu.be/izKDBtFMC9o

1 টি মন্তব্য: