শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

আহলে হাদিস মুরতাদ বানার কারখানা

বিবেক দিয়ে পড়ুন ;- 

ওহাবীদের প্রখ্যাত আলেম মৌলভি ইউসুফ (কলকাতা বাসী) আপন ফেরকার আলেম আব্দুস সাত্তার দেহলবী সম্পর্কে লিখেছেন যে ;- হাদিস সরিফের বেক্ষা দানকারী বুযুর্গানে দ্বীন ও উম্মতে মোহাম্মদীর উপর ইহসানকারী দের কে মিথ্যুক প্রতারক সাব্যস্ত কারী , তিনি ইটা উত্তরাধিকার সুত্রে পেয়েছেন (আল ইসেমুল জামিল ) পৃষ্টা ২৪-২৫

লক্ষ্য করুন মৌলভি ইউসুফ সাহেব তাদের নিজেদের আলেম আব্দুস সাত্তার এর প্রতি বুযুর্গানে দ্বীন ও উম্মতে মোহাম্মদী এর প্রতি এহসান কারীদের কে অপমান করার জন্য দায়ী করেছেন। 


আবার দেখুন :- মৌলভি ইব্রাহিম শিয়াল কোটি তার কিতাব (সিরাতুল মুস্তফা) তে নিজেদের ফেরকার মৌলভি আবুল কাসেম বেনারসী কংগ্রেসী কে বেআদব হিরো বলে আখ্যায়িত করেছেন (সিরাতুল মোস্তফা) পৃষ্টা ১০৫

সুধু লক্ষ্য করে যান 


দেখুন ;- জামিয়াতে আহলে হাদিসের আমির মোহাম্মদ দাওউদ গজনভী জুমুয়ার খোতবায় স্পষ্ট ভাবে শ্রোতাদেরকে (যাদের অধিকাংশই ছিল আহলে হাদিস বা ওহাবী) সতর্ক করে বলেছেন ;- আহলে হাদিস সম্প্রদায় চার ইমামের প্রতি অবমাননা প্রদর্শন করে থাকে। অন্য লোকদের এই অভিযোগ বিনা কারণে নয় , আমি দেখেছি আমাদের গন্ডিতে সাধারণ লোকেরা ভ্রান্তির মধ্যে লিপ্ত হচ্ছে , আর চার ইমামের আলোচনা অতি তুচ্ছ ভাবে করে থাকে।  এদিকে ধাবিত হওয়া নিতাম্তই বিভ্রান্ত ও বিপদ জনক , আর কঠোরতার সাথে আমাদের এটা রুখে দেওয়া উচিত(দাউদ গজনভী) ৮৮-৮৯ নং পৃষ্টা 


ভালো করে পরুন ,


দেখুন ;- ওহাবীদের আলেম দাউদ গজনভী নিজের শিস্য কে সম্বোধন করে বলেন ;- মৌলভি ইসহাক , জামাতে আহলে হাদিস ইমামে আজোম আবু হানিফা ( রহ) এর বদ দোয়া নিয়ে বসেছে। প্রত্যেকে আবু হানিফা আবু হানিফা বলছে , কেউ কেউ বেশি দয়া করলে ইমামে হানিফা বলে। এর কারণ হচ্ছে ইমামে আজোম আবু হানিফা (রহ),র বিষয় তাদের গবেষণা লব্ধ ভুল জ্ঞান।  তিনি নাকি ৩ টা হাদিস জানতেন , বেশির বেশি হলে তিনি ১১ টা হাদিস জানতেন।  কেউ কেউ খুব বেশি দয়া করলে বলে ১৭ টি হাদিস জানত আবু হানিফা।  যেসব লোক এত বড় ইমামের বিষয় এমন হীন দৃষ্টি ভঙ্গি রাখে , তাদের মধ্যে ঐক্য ও অভিন্ন দৃষ্টি ভঙ্গি কিভাবে সৃষ্টি হতে পারে (দাউদ গজনবী প্রস্ত ১৩৫-১৩৬) 


ভালো করে পরে দেখো মুসলমান 

আবার দেখুন :- ওহাবীদের মৌলভি দাউদ গজনভী নিজের মাদ্রাসার অবস্থা বলতে গিয়ে বলেন :- আমাদের মাদ্রাসার অবস্থা শুনুন , একদিন সম্মানিত পিতার ( মাওলানা আব্দুল জব্বার গজনভী)  বুখারী সরিফের ক্লাস-এ এক ছাত্র বলল ইমামে আবু হানিফার ১৫ টি হাদিস জানা ছিল,  আমার আরো বেশি হাদিস মুখস্ত আছে। এই কথা শুনে সম্মানিত পিতার চেহরা রাগে লাল হয়ে গেল।  এর পর সেই ছাত্র কে ক্লাস থেকে বের করে দিলেন ও পরে মাদ্রাসা থেকে ও বের করে দিলেন।  

(তোমরা মুমিনদের দূর্দর্ষিতাকে ভয় কর , কারণ তিনি আল্লাহর নূর দ্বারা দেখে থাকেন ) এই হাদিসের আলোকে আমার পিতা বলল : এই ছাত্রের মিত্তু দ্বীনের উপর হবে না।  এক সপ্তাহ পার হইনি , ছেলেটা মুরতাদ হয়ে গেল ( দাউদ গজনভী , পৃষ্টা ৩৮৪) 


এ কথিত মুসলমান এর দল , একটু বিবেক দিয়ে দেখো।  তোমাদের আলেমের সকল রেফারেন্স দেয়া হলো , একটু চিন্তা কর।  কাদের কে বাজে বল ? কাকে তুচ্ছ কর ? আল্লাহ আমাকে হেফাজাত করুন আর তাদের কে জারা সদুপদেশ গ্রহণ করেন তাদের কে 


সোহেল রানা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন