শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

শাহ ইসমাইল সকল ওহাবি দের ইমাম

দেওবন্দী ও আহলে হাদিস দের কাছে আমার প্রশ্ন , এবং বালকটি সুন্নি জারাই আছেন তারা ও জবাব দিবেন যে :- আপনাদের ইমামে বর হক শাহ ইসমাইল দেহলবী ও সাইয়েদ আহমাদ রায় বেরেলবী কে ইমাম হিসেবে আপনারা  মান্য করেন। কিন্তু দেওবন্দী রা শাহ ইসমাইল ও সাইয়েদ আহমাদ এর অনুসারী আহলে হাদিস কে ওহাবী বলে , কিন্তু তারা নিজেই শাহ ইসমাইল এর অনুসারী হয়ে ও নিজেদের কে ওহাবী মানতে নারাজ। এবং ভাই বালকটি সুন্নি রা আপনাদের কে বলি যে শাহ ইসমাইল ও সাইয়েদ আহমাদ কে দেওবন্দী রাও অনুসরণ করে, আপনারা ও অনুসরণ করেন তবু আপনারা তাদের কে ওহাবী বলেন , কিন্তু নিজেরা নিজেদের কে ওহাবী স্বীকার করতে নারাজ। আর আহলে হাদিস তো প্রকাস্য ওহাবী যা তারা নিজেরা শিকার তো করেই না কিন্তু কারো বাকি নাই জানতে।

দেওবন্দী ও গায়ের মুকাল্লেদ দের একটা আজব ঝগড়া এই শাহ ইসমাইল কে নিয়ে। দেওবন্দী রা বলে শাহ ইসমাইল মুকাল্লেদ ছিল এবং আহলে হাদিস রা বলে সে গায়েরে   মুকাল্লেদ ছিল। কিন্তু অভয় দল তার কিতাব গুলোর প্রসংসা করে। আর মাঝ খানে থেকে বালকটি রা শাহ ইসমাইল ও সাইয়েদ আহমাদ কে নিয়ে টানাটানি করে। 

দেওবন্ফি দের কাছে আমার প্রশ্ন যে শাহ ইসমাইল যদি গায়ের মুকাল্লেদ হয় তো আপনারা কেন তাকে নিজেদের ইমাম মানেন ? এবং আহলে হাদিস দের বলি যে সে যদি মুকাল্লেদ হয় তা আপনারা কেন তাকে ইমাম মানেন ? 

আমাদের বা আমার কথা হচ্ছে যে দেওবন্দী রা সব সময় দুমুখী আচরণ করে। এক নিজেদের কে আহলে সুন্নাত এর অন্তর্ভুক্ত দাবি করে , ওপর দিকে ওহাবীদের নেতা শাহ ইসমাইল কে টেনে হিচড়ে নিজেদের দলে করতে চেষ্টা করে। অতচ দেওবন্দী দের আলেম মাওলানা আশরাফ আলী থানবী সাহেব লিখেছেন ; - মলোভি শাহ ইসমাইল শাহিদ ছিল।যেহেতু সুক্ষ্ণ মুহাক্কিক ছিল , সেহেতু কয়েকটি মাসালার মতবিরোধ করেছিল।  আর নিজের পির বুজুর্গ গন যেমন শাহ ওয়ালিউল্লাহ প্রমুখ বুজুর্গ কে মানতে অশিকৃতি জানাল ( ইমদাদুল মুস্তাক ) পৃষ্টা ৭ 


আবার ও আশরাফ আলী থানবী লিখেছেন যে ;- কোনো কোনো কথা এত কঠিন , জঘন্য যে সাধারণ মানুষ বুঝতেই অক্ষম। এমন সব সব্দ থেকে জনসাধারণ এর কর্ণযুগল কে বাচানো উত্তম (আহলে হাদিস পত্রিকা ) অমৃত সর , পৃষ্টা ৮ , ১৭  এপ্রিল ১৯০৮ 



মলোভি সানাউল্লাহ অমৃত সরি (উপরে বর্ণিত পত্রিকার সম্পাদক) থানবী সাহেব কে প্রশ্ন করেভ্হেন যদি এতই খারাপ লাগে আপনাকে তো নিজেদের ইমাম মান্য করেন কেন শাহ ইসমাইল কে ? ( আহলে হাদিস পত্রিকা ) অমৃত সর , পৃষ্টা ৮ , ১৭  এপ্রিল ১৯০৮ 


এখন আপনারা বলেন শাহ ইসমাইল কোন দলের ? 


আর তাকে আলা হজরত কাফের এর ফতোয়া দেয় নাই। তাকে কে কাফের এর ফতোয়া দিয়েছে মোনাজেরা করে তাও প্রকাশ করব ইনসাল্লাহ 


জবাব দেন এখন শাহ ইসামাইল কোন দলের ? 


দেওবিন্দী ? আহলে হাদিস ? নাকি বালকটি চুন্নি ? 


সোহেল রানা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন