শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

প্রশ্ন ;- ওহাবী কারা ? মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব ন

দেওবন্দিরা নিজেদের কে (আহলে সুন্নাত ) এর অন্তর্ভুক্ত দাবি করে। এবং নিজেদের আকিদা ওহাবী দের আকিদা এক না বলে দাবি করে। কিন্তু তাদের কুতুবুল এরশাদ রশিদ আহমাদ গান্গুহী তার ফতোয়ায়ে রাশিদিয়া তে লিখেছেন যে

প্রশ্ন ;- ওহাবী কারা ? মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদীর আকিদা কি ছিল ? লোকটি কেমন ছিল ? নজদ বাসীদের আকিদা ও সুন্নি হানাফি দের আকিদার পার্থক্য কি ?

এই প্রশ্নের জবাবে রশিদ আহমাদ হান্গুহী জবাব দেন যে
উত্তর ;-  মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদীর অনুসারীদের কে ওহাবী বলা হয়। তাদের আকিদা ভালো ছিল। তাদের মাঝব ছিল হাম্বলী। অবস্য তাদের মেজাজে কঠোরতা ছিল। কিন্তু সে (আব্দুল ওহাব) ও তার অনুসারীরা ভালো লোক। তবে হা , যারা সীমা ছাড়িয়ে গেছে তাদের মধ্যে ফেতনা ফেসাদ এসে গেছে। আকাইদ এক ও অভিন্ন। আমাদের মাঝে পার্থক্য হচ্ছে হানাফি ,শাফেয়ী, মালেকি ও হাম্বলী। (ফতোয়ায়ে রাশিদিয়া ) ১ খ পৃষ্টা ৭

আপনাদের সামনে আমি ফতোয়ায়ে রাশিদিয়া এর কথা গুলো তুলে ধরেছি।রশিদ আহমাদ গান্গুহীর মতে  আব্দুল ওহাব নজদী ও তার সাথী রা  ভালো লোক। তাদের আকিদা ও আমাদের আকিদা এক ও অভিন্ন। পার্থক্য সুধু আমাদের মাজহাব। অন্য কোনো পার্থক্য নাই। আর আব্দুল ওহাব নজদি নাকি হাম্বলী মাজহাব এর। উপরের বর্ণনা মতে আব্দুল ওহাব নজদি ও রশিদ আহমাদ গান্গুহীর আকিদা ও পন্থা এক ও অভিন্ন। সে মতে রশিদ আহমাদ সাহেব ও ওহাবী। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন