বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

কারা পীর পুজারী বেক্তি পুজারী ?

বিঃদ্রঃ পীর পুজারী ও বেক্তি পুজারী বলার জবাব তাদের কিতাব থেকে  ।


আমাদের কে বলা হয় পীর পুজারী বেক্তি পুজারী মাযার পুজারী । 
কিন্তু মজার কথা হচ্ছে দেওবন্দিগন নিজেদের কোন খবরই রাখেন না । 

এপার দেখুন মজার কথা ;- 

(আকাবির কা সুলুক ) মাওলানা যাকারিয়া সাহেবের লেখা পৃষ্টা নং  ১৩০  এ বলেছেন যে , আমার আকাবিরদের বিভিন্ন জাহেরী ও বাতেনি হালত নিজেও দেখেছি এবং তাদের জীবনী গ্রন্থে অনেক ঘটনা ও পড়েছি । যা কিতাবে পড়েছি তা অনেকবার স্বচক্ষে ও দেখেছি । 

আপন শায়েখদের প্রতি ভালোবাসা তাদের ইস্কের চেয়ে ও বেশি ছিল । তার প্রমান ওনেক আছে । তা থেকে একটা ছোট ঘটনা হল হযরত গাংগুহি (রহ) পান খেতেন না , তবে তার পায়ে পিকদানি রাখা হত , থুথু বা কাশীর সময় যা কিছু কফ বা শ্লেষমা বের হত তা পিকদানিতে ফেলতেন ও এগুলো শুকিয়ে যেত । একদিন হযরত শায়খুল হিন্দ (রহ) চুপে চুপে পিকদানি বাহির করে ধুয়ে তা পান করে  ফেললেন । (আকাবির কা সুলুক ) মাওলানা যাকারিয়া কৃত পৃষ্টা নং ১৩০ । 


এ ঘটনার পরই আবার লিখেছেন যে ;- আলি নিয়ে দ্বীত্য় রামপুরী আব্দল কাদের (রহ) জীবনী গ্রন্থের ৬৮ নং পৃষ্টায় লিখেছেন যে :- তার শায়েখের প্রতি এতই ইস্ক ও প্রেম এত ছিল , যে নিসবত ও সুলুক ও বাতেনি উন্নতির ক্ষেত্রে এত কার্যকর ছিল যে হাজারো জিকির আজকার ও চেষ্টা ও মেহনত থেকে বেশি কার্যকর ছিল ।
কবির ভাষায় ;-
আপনার চেহারা দেখা আমাদের জন্য ঈদ তুল্য 
আপনার দরবার আমাদের জন্য ঈদগাহ তুল্য ।


(আকাবির কা সুলুক  ও ইহসান ) মাওলানা যাকারিয়া কৃত পৃষ্টা নং ১৩১ ।


আমি এই কথা গুলো হয়ত লেখার দরকার ছিল না । 

কিন্ত আমাদের আহলে সুন্নাহ জামাত কে কথায় কথায় পীর পুজারী , বেক্তি পুজারী বলে বার বার নয় বরং হাজার বার খোঁচা মারা হয় । 

আর আমরা তা শুনে মাঝে মাঝে আমাদের শায়েখদের কে ও ওনেকে কম ইজ্জ্ত প্রদর্শন করে থাকি  যা বাতেনি উন্নতির ক্ষেত্রে ওনেক বড়  বাঁধা । 

কিন্তু যারা আমাদের কে খোঁচা মারে তাঁরাই কিন্ত তাদের শায়েখের থুথু ও শ্লেষমা ও শুকিয়ে গেলেও তা ধুয়ে খায় । 

তাদের শায়েখের চেহারা দেখতে পাওয়া কে ঈদ মনে করে ও তাদের দরবার কে ঈদগাহ মনে করে । 

কিন্তু আমরা কোন দরবারে গেলে তারা শুরু করে নাক ছিটকানী । 

তারা কি তাদের কিতাব গুলো খুলে দেখে না । 

না কি তাদের এই সকল চোখে পড়ে না ? 


সোহেল রানা । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন