বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

শিয়া মওদুদি ভাই ভাই

عن ابن عمر رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلّم اذا رایتم الذین یسبّون اصحابی فقولوا لعنۃ اللہ علی شرّکم-
অর্থাৎ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তা’আলা আনহুমা হতে বণির্ত, তিনি বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- “যখন তোমরা এ ধরনের লোক দেখবে, যারা আমার সাহাবীকে মন্দ বলে, তখন তাদের উদ্দেশে বলে দাও, তোমাদের অনিষ্টের উপর আল্লাহর অভিশাপ হোক”। [তিরমিযী ২য় খন্ড-২২৫ পৃঃ]

১ম আপত্তি:
জামায়াতে ইসলামির প্রতিষ্ঠাতা মিস্টার আবুল আলা মওদুদী শিয়া-রাফেযীদের  ন্যায় সাহাবা-ই কেরামগণের সবচেয়ে বড় সমালোচক। তিনি তার বহুল বিতর্কিত خلافت  وملوکیت (খেলাফত ও মুলূকিয়াত) নামক পুস্তিকায় হযরত আমীরে মুয়াবিয়া  রাদ্বিয়াল্লাহু  তা’আলা আনহুকে বিদ্‘আতী আখ্যা দিয়ে উল্লেখ করেন-
হযরত আমীরে মুয়াবিয়া  রাদ্বিয়াল্লাহু  তা’আলা আনহু স্বয়ং নিজে এবং তাঁর প্রাদেশিক গভর্নরগণ তাঁর  আদেশক্রমে জুমু’আর খোতবায় মিম্বরের উপর দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু  তা’আলা আনহুকে  গালি দিত (নাঊযুবিল্লাহ)। এ ছাড়াও মসজিদে নববীতে মিম্বরে  রাসূলের উপর দাঁড়িয়ে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি তা’আলা ওয়াসাল্লাম’র  প্রিয়জনদের গালি দিত”।  
খন্ডন: এ ধরনের উক্তি শিয়া-রাফেজী ও আবুল আলা মওদুদীর পক্ষ থেকে হযরত আমীরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তা’আলা আনহুর প্রতি জঘন্য অপবাদের শামিল।
মিস্টার মওদুদী তার দাবীদার সমর্থনে তিনটি কিতাবের রেফারেন্স উল্লেখ  করেছেন : তাফসীরে তাবারী ৪র্থ খন্ড ১৮৮ পৃষ্ঠা,ইবনে আসির ৩য় খন্ড ২৩৪  পৃষ্ঠা,আল বেদায়া ওয়ান নেহায়া ৯ম খন্ড ৮০ পৃষ্ঠা । দেওবন্দী মাযহাবের  অন্যতম পুরোধা ড.তকী ওসমানী সাহেব বলেছেন, আমি তার উল্লেখিত রেফারেন্সগুলো  পর্যালোচনা করেছি গভীরভাবে । কিন্তু, কোথাও এ তথ্যের সন্ধান পাওয়া যায়নি যে  , তিনি (হযরত আ’মীরে মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তা’আলা আনহু)নিজে হযরত আলী  রাদিয়াল্লাহু তা’আলা আনহুকে গালি-গালাজ করতেন।
[আমীরে মুয়াবিয়া আউর তারীখী হাক্বাইক্ব ৮১ পৃষ্ঠা]
উপরন্তু ঐতিহাসিকগণের নির্ভরযোগ্য বর্ণনায় দেখা যায়, হযরত আমীর মুয়াবিয়া  রাদিয়াল্লাহু তা’আলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তা’আলা আনহুর সাথে মতভেদ  থাকার পরও তাঁকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। যেমন – হাফেজ ইবনে কাসীর  রহমাতুল্লাহি আলাইহি বলেন-
لمّا جاء خبر قتل علی  الی معاویۃ جعل یبکی فقالت لہ امراتہ اتبکیہ وقدقاتلتہ فقال ویحک انّک  لاتدرین مافقد الناس من الفضل والفقہ والعلم- 
অর্থাৎ, হযরত আমীর মুয়াবিয়া রাদিয়াল্লাহু  তা’আলা আনহুর নিকট যখন হযরত আলী রাদিয়াল্লাহু তা’আলা আনহু’র শাহাদাতের  সংবাদ পৌঁছলো, তখন তিনি কান্না করতে লাগলেন । ঠিক সেই মুহূর্তে তাঁর স্ত্রী  বললেন , আপনি কি আলী রাদিয়াল্লাহু তায়ালা আনহু’র শাহাদাতে ক্রন্দন করছেন?  অথচ আপনি তাঁর সাথে লড়াই করেছেন। উত্তরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তা’আলা  আনহু বললেন,তুমি নিশ্চয় জাননা , আজ মানবসমাজ অসংখ্য কল্যাণ, ইলমে ফিক্বহ  এবং জ্ঞান-বিজ্ঞান থেকে বঞ্চিত হয়েছ।
[আল্ বিদায়া:৮ম খন্ড:১৩০পৃষ্ঠা।]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন