বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

স্বাধীনতার কবিতা

আজ কে রাতে ,,,,,,,

আজ কে রাতে কত মায়ে তার হারায় বুকের ধন
কত মা তার হারাল স্বামী, কত ভাই হারালো বোন 

কত ছেলে হারাল স্বাধের পিতা,
কত ভাই তার মাকে 
কান পেতে শুন কত গুলো মা , 
খোকা বলে যেন  ডাকে .

তাদের কান্না মনে হয় আজো আকাশে বাতাসে ভাসে 
তাদের রক্তে রজ্ঞিন হয়ে হাসিনা খালেদা হাসে ,
ইয়া আল্লাহ এই কি ছিল ! তাদের রক্তের দান ? 
ক্ষমা করে দাও তাদের সকলের ,
 তুমি রাহিম রহমান ।

কত ভাই নিল অস্ত্র হতে , কত জন দিল জান 
কত মা হল কলংকিত, কত বোন দিল মান 
কত রক্ত বইছে যমুনায়, কত দেহ গেল গলে
কত লাশ খেল জানোয়ার গুলো , কত লাশ গেল জ্বলে 

আজকে তাদের আত্মা গুলো 
ঘুরে ফেরে শুধু বলে
ভুল করেছি , মহা ভুল ছিল ,
আজ  হাসিনা , খালেদা খেলো সব গিলে।
ইয়া আল্লাহ দয়ার সাগর রাহিম রহমান , 
সেই সকল বিদ্বেহি আত্মার জান্নাত কর দান ।

আজ নেই সেই পাক হানাদার , রক্তখোরের দল 
কারা তবে আজ ঝড়ায় রক্ত ! বল আমারে বল ! 
কারা আজ বলো মানুষ মারে ! কারা বলো মারে বোমা ! 
বলে দিচ্ছি সেই শহিদগন করবে না তোমার ক্ষমা

হাসিনা খাচ্ছে লুটে পুটে সব , নাই মায়া তার দিলে
না পেয়ে ভাগ খালেদা বলে , খেয়ে নিল সব গিলে
মনে হয় আজ মুজিব জিয়া কবরে ও নাই সুখে 
একে অন্যের জড়ায় ধরে কান্দে মনের দুঃখে
আসো আসো সবে হাত তোল , আর 
বল রাহিম রহমান
মুজিব জিয়া ও সকল শহিদ রে জান্নাত কর দান ।

আরো দোয়া কর হাত তুলে আর কান্না নিয়ে বুকে 
যে দুজনের জন্য লজ্জিত মোরা ,পড়েছি অসীম দুঃখে,

আল্লাহ ক্ষমা করো মোদের,
 ক্ষমা করো মোদের ,
না জানি কোন পাপে হায় !!!
খালেদা হাসিনা দুই জনেরে কেন দিলে চাপায় ? 
আমরা অতিশয় দুর্বল ওনেক , 
এই কঠিন পাপের বোঝা ! 
কে বইবে ? না করিলে নিজ হাতে তুমি সোজা ! 

ক্ষমা করো প্রভু ,রহম কর ,
মুক্তি দাও হাসিনা , খালেদার হাত থেকে ,
করছি মিনতি দুই হাত তুলে রাহমান নামে ডেকে 

ক্ষমা করো প্রভু ,রহম কর ,
মুক্তি দাও হাসিনা , খালেদার হাত থেকে ,
করছি মিনতি দুই হাত তুলে রাহমান নামে ডেকে 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন