বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

শিয়ারা পায়ুপথে সংগম করে

শিয়া রা যে মিথ্যাবাদি ও জাহেল এর বড় বাপ তা আর একবার প্রমান হল ;- 

ইমাম তাবারী (রহ) এর তাফসীর এ তাবারী এর সুরা বাকারা এর ২২২ নং আয়াতের তাফসীর এ না কি বলেছে যে স্ত্রীদের পিছনের রাস্তায় মিলন করা যাবে ।

প্রথমত এ আয়াত হচ্ছে হায়েয বিষয় । আর কি লেখা আছে একটু তা দেখুন । 
 وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُواْ النِّسَاء فِي الْمَحِيضِ وَلاَ تَقْرَبُوهُنَّ حَتَّىَ يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللّهُ إِنَّ اللّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ 
আর তোমার কাছে জিজ্ঞেস করে হায়েয (ঋতু) সম্পর্কে। বলে দাও, এটা অশুচি। কাজেই তোমরা হায়েয অবস্থায় স্ত্রীগমন থেকে বিরত থাক। তখন পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না, যতক্ষণ না তারা পবিত্র হয়ে যায়। যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে, তখন গমন কর তাদের কাছে, যেভাবে আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন।

এটা একটা ওনেক বড় তাফসীর । 
আমি শুধু তুলে ধরছি যে পায়ু পথে মিলনের বিষয় কি বলা আছে । 

কথিত আছে যে জাহেলী যুগে আরবরা রজঃস্রাবকালে নারী দের সামনের স্রাব নালা দিয়ে মিলিত হওয়া থেকে বিরত থাকত । কিন্তু পায়ু পথে   মিলন  করত 

এই জন্য সাহাবা কেরাম গন রজঃস্রাব বিষয় নবী পাক কে জিগ্গেস করেন । জবাবে আল্লাহর তায়ালা তাদেরকে নারীদের পরিষ্কার পরিছন্ন্ না হওয়া পর্যন্ত মিলিত হতে নিষেদ করেন  ও পরিষ্কার পরিশুদ্ধ হবার আল্লাহ তায়ালা যে ভাবে মিলিত হতে নির্দেশ দিয়েছেন সেই ভাবে মিলিত হতে বলেন  । 

আর তাদের কে নারীদের পিছনের রাস্তা দিয়ে মিলিত হওয়া সম্পর্কে সর্বাবস্থায় নিষেদ করেন। তাফসীর এ তাবারী ৪ থা খন্ড পৃষ্টা নং ১৫১ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন