সোমবার, ২৬ জানুয়ারী, ২০১৫

মুসলিম ২ প্রকার ভন্ড ইলিয়াছ

বেদাতি তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াছ মেওয়াতি এর (মালফুজাত এ মাওলানা ইলিয়াছ ) এত ৪২ নং মালফুজাত এ বলেছেন যে ;- মুসলমান হচ্ছে দুই প্রকার , তৃতীয় কোন প্রকার নাই।  (১) যারা আল্লাহর রাস্তায় (তাবলীগের) বাহির হইবে।  (২) যারা তাদের সহায়তা করবে।  মালফুজাত নং ৪২


এখন আমার কথা হচ্ছে যে মাওলানা ইলিয়াছ সাহেবের প্রতিষ্ঠিত তাবলিগ জামাত , তা সকলের জানা আছে।
কিন্তু মাওলানা ইলিয়াছ সাহেবের আব্বা ও অনার বড় ভাই যিনি রশিদ আহমাদ গান্গুহী এর অন্নতম শিস্য চিলেন ও রশিদ আহমাদ গান্গুহী , কাশেম নানুতাভি , খলিল আহমাদ আম্ভাত্ভি দের সময় মাওলানা ইলিয়াছের তৈরী তাবলিগ ছিল না।  এই সকল ওলামায়ে দেওবন্দ এর গত হওয়ার পর এই বেদাতি তাবলিগ জামাতের শুরু হয়।

এখন আমার কথা হচ্ছে যে মাওলানা ইলিয়াছ সাহেবের বাবা , বড় ভাই , গান্গুহী , খলিল আহমাদ আম্ভাত্ভি , নান্তাভি তারা তো মাওলানা ইলিয়াছের গঠিত তাবলিগ কে সহায়তা করতে পারেন নাই/

তো তারা কি মুসলিম ছিলেন না ? তারা কি মুশরিক ছিলেন ?
আমার এই প্রশ্নের কারণ হচ্ছে মাওলানা ইলিয়াচ সাহেব বলেছেন মুসিল্মান ২ প্রকার বেতীত ৩ প্রকার নাই।  ১) যারা আল্লাহর রাস্তায় (তাবলিগে) বের হয় (২) যারা তাদের সহায়তা করে।
এ ছাড়া অন্যকেউ আর মুসলিম নাই।

তো মাওলানা ইলিয়াছ সাহেবের বাবা তো আর তাবলিগ জামাত কে সহায়তা করতে পারেন নাই।  তো তিনি আর আর মুসলিম থাকলেন মাওলানা ইলিয়াছ সাহেবের কথা মত ?
সেই সকল ওলামায়ে দেওবন্দ যারা তাবলিগ জামাত সুতু করার আগে মারা গেছেন তারা কি আর মুসলিম থাকলেন  ? মাওলানা ইলিয়াছ সাহেবের কথা  মত ?

আপনারা বার বার আপনাদের নিজেদের কিতাব থেকে ও নিজেদের কথার কারণে আমাদের হাতে জুতা পেটা হন।
এখন যদি তাই ধরা হয় যে মাওলানা ইলিয়াছের বাবা মুসলিম ছিলেন না , এমন কি সেই সকল ওলমৌএ দেওবন্দ ও মুসলিম ছিলেন না।
মুসলিম দের জন্ম হয়েছে তাবলিগ জামাত শুরুর পর থেকে।  আর বাকিরা ছিল মুশরিক   .
আর যদি তাই হয় এমন কি মাওলানা ইলিয়াচের বাবা যদি মুসলিম না হন ? তো মাওলানা ইলিয়াছ কি হারামি নয় ?
সেও সমল ওলামায়ে দেওবন্দের সন্তান গণ এমন কি মাহমুদুল হাসান গান্গুহী কি হারামারি নয় ?

জবাব দেন আমার যদি কোন হালালের সন্তান থেকে থাকেন।
আর হালাল আর দেওবন্দী আসমান আর জমিনের দুরত্ব বজায় রাখে মধ্যখানে।

সোহেল রানা



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন