বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০১৫

আল্লাহ মন্দ কাজ করতে পারেন ওহাবি রা বলে

ওহাবীদের আল্লাহ মানুষ যা করতে পারেন তাই করতে পারেন।
ওহাবী দেওবন্দী দের প্রখ্যাত আলেম মাহমুদুল হাসান গান্গুহী লিখেছেন ;-মন্দ কার্যাদি সম্পাদনে মহান আল্লাহ রাব্বুল আলামিন সক্ষম (আল জাহ্দুল মুকিল  ) ১ খ  পৃষ্টা ৮৩

তো দেখে নিন ওহাবীদের খোদা মন্দ কাজ ও করতে পারেন  . যেমন আর ১০ জন মানুষ মন্দ কাজ করে যেমন মদ্য পান , গাজার কল্কিতে লম্বা টান , যেনা আর অপপহরণ, জুলুম আর নির্যাতন।
আমার মতে এদের খোদা ও আমাদের খোদা এক না যদিও নাম ও গুনে এক মনে  করা হয়।
আপনি নিজেই বলুন  খোদা ও কি মন্দ কাজ করতে পারেন ? আপনার খোদা কি এই সকল দোষ ও ত্রুটি থেকে মুক্ত নয় ? জবাব দিবেন আপনি। আমার কাজ আপনাদের কাছে প্রশ্ন রেখে উত্তর চাওয়া।



আবার এই মাহমুদুল হাসান গান্গুহী লিখেছেন ;- অন্যান্য মন্দ কার্যাদির মত মিথ্যা বলা ও সম্ভব বলে সত্য পন্থী এমাম গন গ্রহণ করেছেন ( আল জাহাদুল মুকিল ) ১ খ পৃষ্টা ৪৩/

আমি সকল দেওবন্দী দের কাছে জবাব দাবি করছি যদি কোন হালালের সন্তান থেকে থাকেন তো আমাকে প্রমান দেখান কোথায় আর কোন সেই সত্য পন্থী আলেম  এই মত গ্রহণ  করেছেন যে আল্লাহ মিথ্যা কথা ও মন্দ কাজ করতে পারেন তাদের নাম ও রেফারেন্স দিন।



এদের আলেম খলিল আহমাদ আম্ভাত্বি তার কিতাব (বারাহিনে কাতিয়া ) তে লিখেছেন যে ;- আল্লাহর পক্ষে মিথ্যা বলা সম্ভব এই মাসালা তো কেউ বের করেনি।  বরং এটা পূর্ববর্তী আলেমগণের বিরোধপূর্ণ মাসালা।  তা আল্লাহ তায়ালার পক্ষে থেকে শাস্তি ঘোষণার পর তা ক্ষমা করে দেওয়া জায়েজ কি না।  ( বারাহিনে কাতিয়া ) পৃষ্টা ২


এই খানে লক্ষ্য করুন মাহমুদুল হাসান  গান্গুহী লিখেছেন আল্লাহ তায়ালা মিথ্যা কথা বলতে পারেন ও সকল মন্দ কাজ করতে পারেন তা সত্য পন্থী আলেমগণ গ্রহণ করেছেন।

আর মাহমুদুল হাসান গান্গুহী এর এর আগের আলেম বরং সকল দেওবন্দ আলেমগণের মাথার তাজ খলিল আহমাদ আম্ভাত্ভি লিখেছেন যে ইটা একটা বিরুদ্পুর্ন মাসালা।



তাই আজ থেকে জেনে রাখুন দেওবন্দী ওহাবীদের আল্লাহ ও আমাদের আল্লাহ এক না   .

সোহেল রানা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন