শুক্রবার, ২১ আগস্ট, ২০১৫

ওলি আওলিয়া কেরামদের সুপারিশ

আল্লাহর প্রিয় অলীগণ কিয়ামতের দিন সুপারিশ করবেন:-
=================================
আল্লাহর প্রিয় অলীগণ কিয়ামতের দিন সুপারিশ করবেন
এবং তাদের সুপারিশ কবুল করা হবে । অনেক বাতিল
ফেরকা রয়েছে যারা অলিগণের সুপারিশতো দূরের
কথা রাসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ুনার শাফায়াতকেও অস্বীকার করে ।
তাদের জন্য আজকের পোষ্ট । আহলে সুন্নাতের আকীদা হল
আল্লাহর অলিগণ শাফায়াত
করে জাহান্নামীকে মুক্তি দিয়ে জান্নাতি বানাতে পারবেন
। এবং এজন্যই আমরা অলীগণকে এত ভালবাসি, শ্রদ্ধা করি,
ওরস করি , ফাতেহা ইয়াজদাহুম করি । নিম্নে দলীল
সহকারে প্রমাণ করা হল ।
দলীল ১.
 ﻭ ﺍﺫﺍ ﺭﺃﻭﺍ ﺍﻧﻬﻢ ﻗﺪ ﻧﺠﻮﺍ ﻓﻲ
ﺍﺧﻮﺍﻧﻬﻢ ﻳﻘﻮﻟﻮﻥ ﺭﺑﻨﺎ ﺍﺧﻮﺍﻧﻨﺎ ﻛﺎﻧﻮﺍ ﻳﺼﻠﻮﻥ ﻣﻌﻨﺎ ﻭﻳﺼﻠﻮﻥ ﻣﻌﻨﺎ ﻭ ﻳﺼﻮﻣﻮﻥ ﻣﻌﻨﺎ ﻭ ﻳﻌﻤﻠﻮﻥ ﻣﻌﻨﺎ ﻓﻴﻘﻮﻝ ﺍﻟﻠﻪ
ﺗﻌﺎﻟﻲ ﺍﺫﻫﺒﻮﺍ ﻓﻤﻦ ﻭﺟﺪﺗﻢ ﻓﻲ ﻗﻠﺒﻪ ﻣﺜﻘﺎﻝ ﺩﻳﻨﺎﺭ ﻣﻦ ﺍﻳﻤﺎﻥ ﻓﺎﺣﺮﺣﻮﻩ ﻭ ﻳﺤﺮﻡ ﺍﻟﻠﻪ ﺻﻮﺭﻫﻢ ﻋﻠﻲ ﺍﻟﻨﺎﺭ
ﻓﻴﺎﺗﻮﻧﻬﻢ ﻭﺑﻌﻀﻬﻢ ﻗﺪ ﻏﺎﺏ ﻓﻲ ﺍﻟﻨﺎﺭ ﺍﻟﻲ ﻗﺪﻣﻪ ﻭ ﺍﻟﻲ ﺍﻧﺼﺎﻑ ﺳﺎﻗﻪ ﻓﻴﺨﺮﺟﻮﻥ ﻣﻦ ﻋﺮﻓﻮﺍ যখন
মুমীন আল্লাহর অলীগণ দেখবে যে তারা মুক্তি পেয়ে গেল ,
তখন তাদের মুমীন ভাইদের জন্য তারা আল্লাহর
কাছে আবেদন করবে “হে আমার প্রতিপালক এরা আমাদের
ভাই, যাদেরকে আপনি জাহান্নামে নিক্ষেপ করেছন
তারা আমাদের সাথে নামাজ পড়ত , আমাদের
সাথে রোজা রাখত এবং আমাদের সাথে সত্কাজ করত “। তখন
আল্লাহ বলবেন “যাদের অন্তরে শুধুমাত্র এক দিনার ওজন
পরিমাণ ঈমান পাবে তাদেরকে জাহান্নাম থেকে বের
করে নিয়ে আস । তাদের মুখমন্ডল
তথা আকৃতিকে জাহান্নামের জন্য হারাম
করে দেওয়া হয়েছে ” । অতঃপর তারা অলীগণ
সেখানে জাহান্নামীদের নিকট যাবেন । এসে দেখবেন কেউ
কেউ পা পর্যন্ত কেউ পায়ের গোড়ালী পর্যন্ত
আগুনে ডুবে আছে । এর মধ্যে যাদের
তারা কিনবে তাদেরকে জাহান্নাম থেকে বের
করে নিয়ে আসবে । (সহীহ বুখারী , খন্ড ২ পৃষ্ঠা ১১০৭ । হাদীস
নং ৭০০১)
দলীল ২.
 ﻓﻮﺍﻟﺬﻱ ﻧﻔﺴﻲ ﺑﻴﺪﻩ ﻣﺎ ﻣﻮﻛﻢ ﻣﻦ ﺍﺣﺪ ﺑﺎﺷﺪ ﻣﻨﺎﺷﺪﺓ ﻟﻠﻪ
ﻓﻲ ﺍﺳﺘﻘﺼﺎﺀ ﺍﻟﺤﻖ ﻣﻦ ﺍﻟﻤﻮﻣﻨﻴﻦ ﻟﻠﻪ ﻳﻮﻡ ﺍﻟﻘﻴﺎﻣﺔ ﻻﺧﻮﺍﻧﻬﻢ ﺍﻟﺬﻳﻦ ﻓﻲ ﺍﻟﻨﺎﺭ ﻳﻘﻮﻟﻮﻥ ﺭﺑﻨﺎ ﻛﺎﻧﻮﺍ ﻳﺼﻮﻣﻮﻥ
ﻣﻌﻨﺎ ﻭ ﻳﺼﻠﻮﻥ ﻭ ﻳﺤﺠﻮﻥ ﻓﻴﻘﺎﻝ ﻟﻬﻢ ﺍﺣﺮﺟﻮﺍ ﻣﻦ ﻋﺮﻓﺘﻢ আল্লাহর প্রিয় বান্দাগণ যখন
তাদের ঐ সমস্ত মুমীন ভাই
যারা জাহান্নামে পড়ে থাকবে তাদেরকে জাহান্নাম
থেকে ছাড়িয়ে আনার জন্য আল্লাহর
দরবারে এমনভাবে আবদারের পর আবদার করতে থাকবে,
যে রকম আবদার কোন ব্যক্তি তার নিজ হক আদায়ের জন্যও
সাধারণত করে না । এবং তারা আল্লাহর দরবারে আবেদন
করবেন হে আমাদের রব এ সমস্ত লোক আমাদের
সাথে রোজা রাখত, নামাজ পড়ত, হজ্ব করত । তখন
তাদেরকে বলা হবে তোমরা যাদেরকে চিন তাদেরকে বের
করে নিয়ে আস । (সহীহ মুসলিম । খন্ড ১ পৃষ্ঠা ১০৩ হাদিস
১৮৩)
দলীল ৩.
 ﻋﻦ ﺍﻧﺲ ﺍﺑﻲ ﺳﻌﻴﺪ ﺭﺽ ﺍﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻌﻢ ﻗﺎﻻﻥ ﻣﻦ ﺍﻣﺘﻲ ﻣﻦ ﻳﺸﻔﻊ ﻟﻠﻔﺌﺎﻡ
ﻣﻦ ﺍﻟﻨﺎﺱ ﻭ ﻣﻨﻬﻢ ﻣﻦ ﻳﺸﻔﻊ ﻟﻠﻘﺒﻴﻠﺔ ﻭ ﻣﻨﻬﻢ ﻣﻦ ﻳﺸﻔﻊ ﻟﻠﻌﺼﺒﺔ ﻭ ﻣﻨﻬﻢ ﻣﻦ ﻳﺸﻔﻊ ﻟﻠﺮﺟﻞ ﺣﺘﻲ ﻳﺪﺧﻠﻮﺍ
ﺍﻟﺠﻨﺔ হযরত আবূ সাঈদ রঃ হতে বর্ণিত , রাসুল দঃ এরশাদ
করেছেন, নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আছেন
যারা তাদের সকল সমর্থক ও অনুসারীদের জন্য সুপারিশ
করবে । আর কিছু লোক আছেন যারা একটি দলের জন্য সুপারিশ
করবে । আর কিছু লোক আছে যারা এক এক জনের জন্য সুপারিশ
করবে । এভাবে তারা সকলেই জান্নাতে প্রবেশ করবে । (আল
হাদিস, তিরমীযি খন্ড ২ পৃঃ ৬৭ , হাদিস ২৪৪০)
 দলীল ৪.
 ﻋﻦ
ﻋﻠﻲ ﺑﻦ ﺍﺑﻲ ﻃﺎﻟﺐ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻌﻢ ﻣﻦ ﻗﺮﺃ ﺍﻟﻘﺮﺍﻥ ﻭ ﺣﻔﻈﻪ ﺍﺩﺧﻠﻪ ﺍﻟﻠﻪ ﺍﻟﺠﻨﺔ ﻭﺷﻔﻌﻪ ﻓﻲ
ﻋﺸﺮﺓ ﻣﻦ ﺍﻫﻞ ﺑﻴﺘﻪ ﻛﻠﻬﻢ ﻗﺪ ﺍﺳﺘﻮﺟﺒﻮﺍ ﺍﻟﻨﺎﺭ হযরত আলী ইবনে আবি তালিব
আলাইহিস সালাম হতে বর্ণিত , তিনি বলেন পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন
যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করল এবং মুখস্হ করল , আল্লাহ
তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাকে তার বংশধর
হতে এমন দশজনকে সুপারিশ করতে পারবে যাদের উপর
জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল । (আল হাদিস.
তিরমীজি খন্ড ২ হাদিস ১১৪, ইবনে মাজাহ হাদিস ২১৬)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন