শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫

ইবাদাতের স্বাদ পাওয়া না পাওয়া

হোজ্জাতুল ইসলাম ইমাম গাজালী সাহেবের কিতাব (মুকাশাফাতুল কুলুব) এর ১ম খ পৃষ্টা নং ৫১ তে তিনি লিখেছেন যে ;- জৈনিক বেক্তি আবু ইয়াজিদ (রহ) এর কাছে ইবাদাত এ স্বাদ না পাওয়ার কথা উল্লেখ করলে তিনি বলেছিলেন যে ;- তুমি তো আল্লাহর ইবাদত না করে ইতা'আত ও অনুগত্য নামের বস্তুটির পুজা করছ । নতুবা তুমি ইবাদাত এ স্বাদ অন্বেষণ করছ কেন ? বস্তুত আল্লাহর অনুগত্যর উদ্দেশে ইবাদত করা এক প্রকার গায়রুল্লাহর ইবাদত । সুতরাং তুমি সকল প্রকার গায়রুল্লাহ থেকে মুক্ত হয়ে এক আল্লাহর ইবাদাত এ মগ্ন হও । 

তা বলে তুমি অবশ্যই স্বীয় আরাধনার স্বাদ ও লজ্জাত অনুভব করতে পারবে । 
(মুকাশাফাতুল কুলুব) ১খ পৃষ্টা নং ৫১-৫২  হোজ্জাতুল ইসলাম ইমাম গাজালী (রহ) এর কিতাব থেকে । 

এখন আমার নামে ইমানদার কাজে মোনাফেক ভাই রা যারা আছেন ! আমি সবাই কে বলছি না।  যারা আল্লাহর অনুগত্য করেন তারা নিজেদের ইবাদাত এর মজা কোন দিন পাবেন না।  
অনুগত্য না করে ইবাদত করুন। 
। এমন ভাবে ইবাদত করন যেন সকল সময় আপনি আল্লাহর সামনে আছেন আর আল্লাহ আপনাকে দেখছে ও আপনার মনের মাঝে যে সকল কথার উদ্রেগ হয় তা ও ওনার জানা আছে । তা হলে মজা পাবেন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন