শুক্রবার, ১৩ মার্চ, ২০১৫

ইবনে সীরিন (রহ) এর মিত্তু স্বপ্নের ব্যাখ্যা

ইবনে সীরিন (রহ) মিত্তুর খবর- 
ইমাম ইবনে সীরিন (রহ)  একজন বিখ্যাত স্বপ্ন বিশারদ ছিলেন ও তিনি একজন তাবেয়ী ছিলেন । তিনি নিজের মিতু্যর তাবীর ও নিজে করছেন :- জৈনিক মহিলা ইবনে সীরিন (রহ) এর কাছে গিয়ে বললো যে আমি একটা স্বপ্ন দেখেছি । ইবনে সীরিন (রহ) বলেন যে শোনাও । মহিলা বলেন যে আপনি খানা খাওয়া আগে শেষ করুন এর পর বলব।

ইবনে সীরিন (রহ) নিজের আহার শেষ করে বলেন যে এবার শোনাও । মহিলা বললেন , স্বপ্নে আমি চাঁদ কে দেখলাম সপ্তর্ষিমন্ডলস্থ সুরাইয়া তারকার অন্তরে (ভিতরে ) ঢুকে পড়েছে । 
আর কে যেন পিছন থেকে ডেকে বলল যে ;- হে নারী , ইবনে সীরিনের নিকট গিয়ে এর সকল বৃত্তান্ত বর্নণা কর । তিনি মহিলার হাতে ঝাঁকুনি দিয়ে বললেন কি দেখেছ আবার বল । মহিলা আবার ও তাই বললেন যা উপরে বর্নিত হয়েছে । 
ঘটনা শুনে ওনার চেহারা বিবর্ন হয়ে গেল ও নিজের পেট চেপে ধরে দাড়িয়ে গেলেন । অবস্থাদৃষ্ট দেতে ইবনে সীরিনের বোন জিগ্গ্স করল ঘটনা কি ? আপনার চেহারা বিবর্ন হয়ে গেল কেন ? 

জবাবে তিনি বলেন (বিবর্ন)  হবে না কেন ? এ মহিলা যা বলেছে তাতে বোঝা যায় ৭ দিন পর আমি কবরবাসী হব । সুতরাং সপ্তম দিনেই ওনাকে কবরে দাফন করা হয় । (ইবনে সীরিন এর বেক্ষা সম্বলিত কিতাব -স্বপ্নের বেক্ষা , পৃষ্টা নং ১৯-২০) 

তিনি নিজে এতদিন অন্যদের কে স্বপ্নের বেক্ষা প্রদান ভাল ও মন্দের দিক বলে দিতেন । 
আর আল্লাহ ওনার নিজের মিত্তুর সংবাদ ও অন্যর স্বপ্নের মাধ্যমেই ওনাকে জানিয়ে দেন। 
কি আজব লীলা খেলা । 
আল্লাহ ইবনে সীরিন ও আমাদের সকলের প্রতি রহম করুন। আমীন। 

1 টি মন্তব্য: