শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০১৪

দেওবন্দী ও গোলাপী সুন্নিদের মুজাদ্দেদ ইংরেজদের দালাল ছিল

সাইয়েদ আহাম্মক কে দেওবন্দী ও মানে বালকটি ফুল্তালিরা ও মানে দেওবন্দী দের কিতাব বাংলাদেশ কুমি শিখা বোর্ড থেকে প্রকাশিত (দেওবন্দ আন্দোলন ) এর পেজ ৯৯-১৩৬ পর্যন্ত সাইয়েদ আহাম্মক এর জীবনী বর্ণনা করা হয়ছে কিন্তু তারা ও লিখতে পারেনি সাইয়েদ আহাম্মক ইংরেজ দের বিরুদ্ধে যুদ্ধ করেছেন. কিন্তু মুসলিম রাজ্য অনেক হামলা করেছেন তাদের কিতাব থেকে অনেক প্রমান আছে 

অনেক বিসয় পোস্ট করা হয়ছে ইতিমধে ৷ কথায় কথায় সায়েদ আহাম্মক এর অনুসারী রা বলে যে সাইয়েদ আহম্মদ নাকি ইংরেজ দের সাথে যুদ্ধ করেছেন আর শাহিদ হয়্গেছেন 😜😜😜👈👈👈
আচ দেখা যাক তিনি কি করেছেন৷ তিনি এক তো আগে দেশ কে দারুল হারব ঘোসনা করেছিলেন আর নিজে হিজরত না করে বালকট অ কি করতেছিলেন তা বলা হবে এখন ৷ 

যখন সাইয়েদ আহাম্মক জিন্দা ছিলেন তখন পুরা হিন্দুস্তান এ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীন পুরা ছিল না৷ আর তখন সকল মুসলিম রা জিহাদ এর জন্য এক পায়ে খাড়া ছিলেন কিন্তু সাইয়েদ আহমাদ দেশের ভিতরে না থেকে সকল মুসলিম কে একখানে না করে তাদের কে কোন পথ না দেখিয়ে তিনি পার্শবর্তী মুসলিম রাজ্য গুলো যেমন সোয়াত ,ইউসুফ যাই ( মালালা ইউসুফ যাই এর এলাকা ) , কাবুল , কান্দাহার , পেশাবর , উজিরিস্তান , এই সকল এলাকায় হামলা চালান যাতে করে হিন্দুস্থান এর মুসলিম দের দিকে তারা নজর দিতে সময় না পান ও পাঞ্জাব এর শিকদের সাথে তিনি খন্ড খন্ড ২-১ তা যুদ্ধে লিপ্ত হন তাতে ও গো হারা হেরে পলায়ন করেন ৷

মুসলিম রাজ্য গুলোতে এত পরিমান অত্যাচার করেছেন তা( ওহাবী আন্দোলন ) আব্দুল মৌদুদ এর লেখা দেখলে চোখে পর্বে আর সেই কিতাব এর স্ক্রিন শুট এর প্রজন বলে বলিয়েন আমি দিয়ে দিব ৷
আর তিনি ঠিক মুসলিমট দের কে আব্দুল ওহাব নজদি এর মত সুন্নি মুসলিমদের কে মুশরিক ও তাদের যান মাল গনিমত বলে ফতোয়া দেন ৷ আর এইকারণে যত মুসলিম ঘর উজার হয়ছে তার হিসাব একমাত্র আল্লাহ জানেন আর ইতিহাস সাক্ষী৷
 
শিক দের সাথে২-১ তা যুদ্ধ করেছেন তাও আবার ইংরেজ দের জন্য. ৷কারণ তখন পাঞ্জাব ছিল ইংরেজ মুক্ত আর সেনাপতি রঞ্জিত সিং ছিলেন এক বাহাদুর ও বিচক্ষণ সেনাপতি৷ আর ইংরেজদের সাথে কয়েকবার তাদের মোকাবেলা হয় কিন্তু ইংরেজরা কোনো কিছুই পান নাই তাই সাইয়েদ আহমাদ কে দিয়ে শিকদের কে চাপে রাখেন ও ইংরেজদের ও চেষ্টা অব্বাহত থাকে ৷ শেষে ইংরেজদের সাথে শিকরা ইংরেজদের সাথে সন্ধি করেন৷
তাওয়ারিখে অজীবাহ নামক কিতাবের ১৮২ নং  পাগ বলা হয় যে সাইয়েদ সবের কোনো ইচ্ছা ছিল না ইংরেজদের সাথে যুদ্ধ করার ৷ তিনি বরং ইংরেজদের রাজত্ব কে নিজের রাজত্ব মনে করতেন ৷ তিনি যদি ইংরেজ বিরোধী হতেন তা  হলে কিভাবে অনার কাছে সাহায্য পৌঁছত সে সময়  ?তবে ইংরেজদের চেষ্টা ছিল সাইয়েদ আহাম্মক এর দিয়ে শিকদের চাপে রাখতে ৷

আবু হাসান নদভী ( ছিরাতে সাইয়েদ  আহমাদ) ১ম খণ্ডের ১৯০ নং পেজে বলেন যে সাইয়েদ  আহম্মক সবার সামনে ইংরেজ বিরোধী ওপরে দেখালেও তিনি তার সাথের মৌলবী মুফতি গণ গোপনে ইংরেজদের কাছ থেকে সাহায্য ও সহযোগিতা নিতেন ৷


ইসলামী শাস্ত্র মতে জিহাদ এর জন্য কিছু শর্ত আছে জহাদ ফরজ হুবার জন্য৷সর্ত ছাড়াও যোগ্য নেতৃত্ব সুযোগ সময় ছাড়া যুদ্ধে লিপ্ত হুব আত্মহত্যার সামিল ৷


চলবে 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন