বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪

দেওয়ানবাগী কুফরী আকিদা

দেওয়ানবাগী কুফরী আকিদা ;- ২
কথিত সুফী সম্রাট দেওয়ানবাগী ১৯৮৩ সালের ১৬ ডিসেম্বর বৃহিস্পতিবার রহমতের সময় আল্লাহ পাকের কাছ থেকে ইসলাম এর সংস্কার এর দায়িত্ব লাভ করেন।  পরবর্তিতে নবী কারীম সাল্লেল্লাহু আলায়হে ওয়া সাল্লাম এর কাছ থেকে ১৯৮৯ সালের ৫ এপ্রিল ইসলাম পুনর্জীবন দাতা এর খেতাব লাভ করেন।  (আল্লাহ সত্যি কি দেখা যায় না ? পৃষ্টা ৫৭)
এখন এই কথা গুলো লক্ষ্য করুন দয়া করে।  একে নাকি আল্লাহ পাক ইসলাম সংস্কার এর দায়িত্ব দিয়েছেন।  আজ পর্যন্ত সে ইসলামের জন্য ঘরের বাইরে গেলেন না।  জীবনে একটা মেহফিল এ বক্তব্য দিতে ঘরের কোনা  ছাড়া খোলা মাঠ খুঁজে পেলেন না। আমরা জারা অনলাইন এ সক্রিয় আছি তারা ছাড়া ও ঢাকা এর আশপাশের লোকজন ছাড়া কেউ তার নাম ও সুন্লনা এত বড় একজন ইসলামের সংস্কারক।  আর আজ পর্যন্ত তিনি কি সংস্কার করেছেন এমন কিছুই দেখা তো দুরের কথা সুনলাম ও না। তাকে নাকি নবী পাক ইসলামের পুনর্জীবন দাতা এর খেতাব দিয়েছেন।  নবী পাক তো দ্বীন এ ইসলামের জন্য তায়েফে রক্ত মুবারক ,উহুদে দাত মুবারক শাহিদ করেছেন। আর এই কথিত ইসলামের পুনর্জীবন দাতা ঘরে বসে গরু আর তা খেয়ে খেয়ে নীল্ তিমি এর বংশধর রূপে বেড়েই চলছেন।  বাংলাদেশ ওলী-আওলিয়া এর দেশ।  শত শত ওলী আওলিয়া এর পদচরণে নন্দিত বাংলার মাটি।  হাজারো মাইল দরে থেকে ওলী আওলিয়া গণ ইসলাম প্রচারের জন্য এই বাংলায় এসেছেন।  কিন্তু এমনএকজন ইসলামের সংস্কারের দায়িত্ব প্রাপ্ত ও রসুলে আকরাম সল্লেল্লাহু আলায়হে সাল্লাম এর কাছ থেকে ইসলাম পুনর্জিবন্দাতা এর খেতাব প্রাপ্ত এক জন মহান লোক কি করে ঘরে বসে থেকেই এত বড় কঠিন কাজ সম্পন্ন করবেন ? আমার বুঝে আসে না ভন্ডামি ছাড়া।  আর কয়েকজন আমাকে ইনবক্স এ গালি দিয়েছেন তাদের কে আবার স্বাগতম গালি দেয়ার জন্য।  কারণ আমার প্রাপ্পো হচ্ছে গালি।  আপনাদের কাছ থেকে অন্য কিছু আমি আশা করি না।
সোহেল রানা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন