শুক্রবার, ১৭ অক্টোবর, ২০১৪

নাদিম মাহদী) সে মাসলাক আলা হজরত এর একজন আলেম

দেওবন্দী দের এক কুলান্গার্র (নাদিম মাহদী) সে মাসলাক আলা হজরত এর একজন আলেম (আহমাদ ইয়ার খান নাইমি ) এর প্রতি একটা উদ্দেশ্য প্রনোদিত অভিযোগ অক্খাপন করেছেন যে মসজিদ এ গান বাজনা জায়েজ না। বরং যে হাদিস উল্লেখ করেছেন তা ছিল মসজিদ এর আঙ্গিনার ঘটনা কিন্তু দুস্মনির কারণে সেই (নাদিম মাহদী ) মসজিদ এর আঙ্গিনা থেকে মসজিদের ভিতরে নিয়ে গেছে।
আমি সামার পক্ষে (কিমিয়ায়ে সাদাত ) ও (ইয়ুহায়ে উলুমুদ্দীন ) এমাম গাজালী সাহেবের লিখা কিতাবের মুল কিতাব থেকে সেমা অধ্যায় এর কিতাবের পেজ গুলো পোস্ট করলাম।

আর হয়ত বা  কুলাঙ্গার গুলো বলতে পারে যে এমাম গাজালী সাহেবের দলিল গ্রহণ যোগ্য নয় তাই মাওলানা জাকারিয়া এর লিখা কিতাব (শরীয়াত ও তরিকত কা তালাজুম) কিতাবের ২০ ও ও ২১ নং পৃষ্টার স্ক্রিন সূত দিলাম। তাতে মাওলানা জাকারিয়া লিখেছেন যে ;- মাদ্রাসায় ২ কলম পড়ুয়া রা বলে গাজালী সাহেবের হাদিস মিথ্যা হয় , কিন্তু ওদের জানা নাই যে ইমাম গাজালী এর ইলম ও আমাদের ইলম এর বেবধান  পার্থক্য করার ইলম ও আমাদের নাই

এখন নাদিম মাহদী , আমার জবাব দে হারামি :-


সোহেল রানা 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন