মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪

Sonar sopno

ইতল বেতল ফুলের বনে ফুল ঝুর ঝুর করে
দেখে এলাম এক মেয়েরে রশিদ মিয়ার ঘরে
ধানের আগায় ধানের ছরা , তাহার পরে টিয়া
আমার প্রিয়ার গায়ের ঝলক সেই না রং নিয়া
দুর্বা বনে রাখলে তারে , দুর্বাতে যায় মিশে
মেঘের ঘাটে সুয়ে দিলে , খুজি পাইনা দিশে
লাউয়ের ডগায় লাউয়ের পাতা , রৌদ্রে উনে যায়
সেই লতারি সোহাগ যেন মাখা তারই গায়
যে পথ দিয়ে যায় সে , যে পথ দিয়ে আসে
সে পথ দিয়ে মেঘ চলে যায় , বিজলি বরণ হাসে
আমি রানা তোমারে দিল না দিত
আল্লার কসম রূপ যদি তোমার গজব না হত


সোহেল রানা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন