সোমবার, ৪ জুলাই, ২০১৬

বঙ্গমাতা কবিতায় রবিন্দ্র নাথ ঠাকুর বলেছেন যে,


সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী
 রেখেছো বাঙালি করে মানুষ করনি।


 কথা তা শুনতে খারাপ হলেও মিথ্যা নয় বৈকি।
 এখন কিছু কথা বলা যাক ,

নারীদের অধিকার নিয়ে , ইংরেজরা নারীদের সমান অধিকারের পক্ষে থেকে আজকাল নারীদের অধিকার নিয়ে অনেক বড়ো বড়ো বুলি ছুড়ে।  আর আমাদের দেশের কিছু জ্ঞান পাপী তাদের কথাকে পবিত্র জ্ঞান করে.

 সত্যি বলতে শিয়াল যেমন চায় মুরগির  স্বাধীনতা ঠিক তেমন কিছু মানুষ ও চায় নারীর স্বাধীনতা।

 ইংরেজদের ভিতরে  নারীদের কে কতটা আলাদা করে রেখেছে তা কিন্তু দেখে না কোনো জ্ঞান পাপী সুশীল সমাজের নেতারা।
যেমন ইংরেজ রা নারীদের বেলায় বেবহার করে (she )যেখানে পুরুষের জন্য বেবহার করে (he ) .
তারা তাদের প্রতিটা ক্ষেত্রে জানিয়ে দেয় যে আমরা পুরুষ তাই আমাদের জন্য he  ও তোমরা নারীদের জন্য she  .
এমন অনেক বিষয় আছে।
কিন্তু আমাদের বাঙালি সমাজে নারীদের প্রতি এমন কোনো ভেদভাও নেই , নারীদের জন্য সে বা তিনি পুরুষের জন্য ও সে বা তিনি।  অথচ ইংরেজরাই বলে যে আমরা নাকি
নারীদের প্রতি অবহেলা ও সমঅধিকার থেকে বঞ্চিত করছি।

   এখন কথা হল কিছু কিছু বিষয় কিন্তু আমাদের সুশীল সমাজ ইংরেজদের কে পিছনে ফেলে এসেছে।

কারন ইংরেজরা পুরুষ দেড় বেলায় hero বা নায়ক ও নারীদের বেলায় heroin বা নায়িকা বেবহার করে।

কিন্তু আমাদের আওয়ামীলীগের এমপি জাহাঙ্গীর কবির নানক তার এক প্রবন্ধে বেবহার করেছেন নায়ক শব্দ শেখ হাসিনার জন্য( ফটো যে দেখুন )

আমার মনে হয় সকল আওয়ামীলীগ নেতা হাসিনার সামনে নিজেদের কে হিজড়া ও হাসিনাকে পুরুষ মনে করে চলতে শুরু করেছেন নয়তো হাসিনা পৌরষত্ব অর্জন করেছেন।  তাই হয়তো আওয়ামীলীগের এমপি মন্ত্রীরা হাসিনার নামের সাথে নায়িকা নয় বরং নায়ক বেবহার করতে শুরু করেছেন।


এমন জাতির ধ্বংস অনিবার্য যারা নারীদের আঁচলের তলে থাকতে পছন্দ করে।

সোহেল রানা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন